অনলাইন ডেস্ক : মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে জাম্বিয়া।
৫৭টি মুসলিম দেশের সংগঠন অর্গনাইজেশন অব ইসলামিক কো অপারেশনের পক্ষে দেশটি সোমবার হ্যাগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে।
হ্যাগে এই মামলা দায়েরের পর পরই কানাডা এই উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কানাডা জাম্বিয়ার পাশে থাকবে।
তিনি জানান, কানাডা এই মামলার স্বপক্ষে সমমনা অন্যান্য দেশগুলোর সঙ্গেও কথা বলবে।
মিয়ানমারের গণহত্যার মুখে প্রায় ৭ লাখের বেশি রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নতুনদেশ ডটকম