অনলাইন ডেস্ক : ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন আগামী ৭ মার্চ রোববার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কানাডার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যমে এ অনুষ্ঠান শুরু হবে।

সকাল ১০টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ১০টা ৫ মিনিটে জাতীয় নেতৃবৃন্দের বাণী পাঠ। ১০টা ২০ মিনিটে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন। এরপর সাড়ে ১০টায় স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য, গুরুত্ব ও স্বাধীনতা সংগ্রামের ভূমিকার ওপর আলোচনা সভা। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- অটোয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো ড. নীপা ব্যানার্জি, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, হাইকমিশনার ড. খলিলুর রহমান, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ, কলামিস্ট অধ্যাপক ড মোজাম্মেল হক খান প্রমুখ।

এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান অংশগ্রহণের জন্য হাইকমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান মিয়া মো. মাইনূল কবির।