মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার জন্যে বায়ান্নের সেই রক্ত ঝরা দিনে বুকের তাজা রক্তে যারা রাজপথ রাঙিয়েছেন সেই সব বীর শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম দিনে অমর একুশের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে একুশের প্রথম প্রহরে ডানফোর্থস্থ অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন। এছাড়া আগামী ২৯শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা পালন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনটি পর্বে এই অনুষ্ঠানের প্রথম পর্বে ভাষা আন্দোলনের উপর গবেষণাধর্মী জ্ঞানগর্ভ আলোচনা সভা। এতে অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকবৃন্দ।

দ্বিতীয় পর্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মঞ্চস্থ হবে একটি ছোট্ট নাটিকা। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তানভী হক। তৃতীয় পর্বে এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদের ছেলে মেয়েরা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ক্যানাডিয়ান লিজিওন হল, ৮১ পিয়ার্ড রোড, স্কারবোরো। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা। সবাইকে স্বপরিবারে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হচ্ছে।