গত রবিবার স্থানীয় একটি রেসটুরেন্টে কানাডায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বার মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আহাদ চৌধুরী। সভায় উপস্থিত মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশে যুদ্ধাপরাধী জামাত শিবির বিএনপি ও ভন্ড ধর্ম ব্যাবসায়ীদের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল চেতনা বিরােধী অবস্থানের তীব্র নিন্দা জানানো হয়। মুক্তিযোদ্ধাগণ যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বিরুদ্ধে বর্তমান সরকারের ও প্রধানমন্ত্রীর সঠিক অবস্থানের প্রতি আস্থাবান ও অবিচল সমর্থন দিয়ে যাবে। উপরােক্ত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে কানাডাবাসী মুক্তিযােদ্ধাগণ মনে করেন- একটি পূর্ণাঙ্গ ও ঐক্যবদ্ধ সংগঠনের প্রয়োজন। সেই লক্ষে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটি যথাযথ অনুমোদনের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কাছে প্রেরণ করা হল।

আহবায়ক কমিটি:
আহ্বায়ক
১. সৈয়েদ নাজমুল হোসেন ৪১৬২৭৯-৫৩৭৭.
২. আজিজুল মালিক
৩. আকবর কবির
৪. গৌরাঙ্গ দেব
৫ মোস্তফা কামাল
৬. মোহাম্মদ ইলিয়াস মিয়া
৭. আব্দুস সালাম
৮. সামাদ হাওলাদার
৯. মহিবুর রহমান
১০. আব্দুর রশিদ খান
১১. ইয়াকুব আলী
১২. রাজ্জাক হাওলাদার।