অনলাইন ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ নির্মিত হচ্ছে। মসজিদটি উচ্চতায় হবে ১৬১ মিটার, যা ৫৩ তলা বিল্ডিংয়ের সমান। এটির অবস্থান কাবার পাশেই।

জানা গেছে, এ সুউচ্চ ঝুলন্ত মসজিদ নির্মাণ করছে মক্কা রিয়েল এস্টেট কোম্পানি। কোম্পানির পরিচালক আনাস সালেহ সাইরাফি এ ঝুলন্ত মসজিদ সম্পর্কে কিছু তথ্য দেন।

ওই তথ্য থেকে জানা যায়- ঝুলন্ত এ মসজিদ থেকে পবিত্র কাবা শরিফের ৫ ওয়াক্ত নামাজের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করা যাবে। এ মসজিদটি ১৬১ মিটার উচ্চতায় নির্মিত হবে। তাছাড়া কাবা শরিফের সঙ্গে এ মসজিদের ডিজিটাল সাউন্ড সিস্টেমের সমন্বয় করা হবে।

এ মসজিদে ২০০ মুসল্লি অনায়েসে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। সুউচ্চ ঝুলন্ত এ মসজিদে আয়তন হবে ৪০০ বর্গমিটার।