টরন্টোতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন এবং মুজিব বর্ষের কাউন্টডাউন উদ্বোধন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা। গত ১০ জানুয়ারি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় টরন্টোর ৩০৯৮ ড্যানফোর্থ এভিনিউস্থ কার্যালয়ে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সভাপতি ড. মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় কাউন্টডাউন উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা’র সহ-সভাপতি ফরিদ আহমেদ, সহ-সভাপতি সনৎ বড়ুয়া, নির্বাহী সদস্য ড. এম এম তোহা, অন্টারিও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলু, কানাডা আওয়ামী লীগ নেতা আবদুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা কামাল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা তোতিয়ুর রহমান, অন্টারিও আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, জসীম উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা’র সাংষ্কৃতিক সম্পাদক অনুপ সেনগুপ্ত, নির্বাহী সদস্য মৃনাল কান্তি তালুকদার ও হীরা রেহমান, সাংবাদিক বাবলু চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানডায় বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে ফেরত পাঠাতে গঠনমূলক কর্মসূচী গ্রহণ করবেন। এছাড়াও বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর জীবনাদর্শ প্রচার করে বঙ্গবন্ধুকে ‘বিশ্ববন্ধু’ হিসেবে আখ্যা এনে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়াও কানাডায় যুব সমাজের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ বিস্তারে কাজ করে যাবে। গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা উপরোক্ত কার্যক্রমসহ নানাবিধ পদক্ষেপ নিবেন বলে আলোচনা সভায় সংগঠনের সভাপতি হুমায়ুন কবির উপস্থিত সকলকে আশস্ত করেন। তিনি উপস্থিত সকলকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা শেষে কেক কেটে মুজিববর্ষের ‘ক্ষণগনণা’ উদ্বোধন করেন উপস্থিত সকলে। পরে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।