টরন্টোস্থ বাংলাদেশী বৌদ্ধবিহার-টরন্টো বুড্ডিস্ট মনাস্ট্রি এন্ড মেডিটেশন সেন্টারে মি: দীপাল বড়ুয়া অনুদান প্রদান
টরন্টোস্থ বাংলাদেশী বৌদ্ধবিহার-টরন্টো বুড্ডিস্ট মনাস্ট্রি এন্ড মেডিটেশন সেন্টারে মি: দীপাল বড়ুয়া অনুদান প্রদান

টরন্টোস্থ বাংলাদেশী বৌদ্ধবিহার-টরন্টো বুড্ডিস্ট মনাস্ট্রি এন্ড মেডিটেশন সেন্টারে মি: দীপাল বড়ুয়া অনুদান প্রদান
অতি সম্প্রতি বাংলাদেশের প্রখ্যাত বৌদ্ধ ব্যক্তিত্ব মি: দীপাল বড়ুয়া, সপরিবারে টরন্টো ভ্রমণকালে টরন্টোস্থ বাংলাদেশী বৌদ্ধবিহার – টরন্টো বুড্ডিস্ট মনাস্ট্রি এন্ড মেডিটেশন সেন্টার পরিদর্শন করেছেন এবং বিহারের উন্নয়নকল্পে $১০০০০ প্রদানের আন্তরিক প্রতিশ্রুতি প্রদান করেছেন। তাঁদের এ মহানুভবতায় বিহারের দায়ক-দায়িকাবৃন্দ আন্তরিকভাবে কৃতজ্ঞ।
গতকাল টরন্টোস্থ বাংলাদেশী বৌদ্ধবিহার, টরন্টো বুড্ডিস্ট মনাষ্ট্রি এন্ড মেডিটেশন সেন্টার-এ ব্যাক টু স্কুল পূজা ও নিয়মিত প্রার্থনাসভায় বোষ্টন প্রবাসী বাবু তপন চৌধুরী, স্ত্রী, পুত্র ও পুত্রবধুসহ সপরিবারে অংশগ্রহণ করেন। প্রার্থনা শেষে তপন বাবু অন্টারিও নিবাসী বাংলাদেশী বৌদ্ধদের সবাইকে বিহার প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য অভিনন্দন জানান এবং বিহারের জন্য অনুদান হিসাবে ১০ হাজার ডলারের চেক প্রদান করেন। এই মহতী দানের জন্য এ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ বাবু তপন চৌধুরী এবং তাঁর পরিবারের নিকট আন্তরিক কৃতজ্ঞ।