প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার অন্যতম কর্মী রানা দেব রায়ের স্ত্রী তৃপ্তি দেব রায়-এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছে সংগঠনটি। উল্লেখ্য, গত চার মাস ধরে অবস্থায় রোগের সাথে যুদ্ধ করে তিনি গত ১৩ই জানুয়ারী ২০২০ ভোর রাত্রে মৃত্যুর কাছে পরাস্ত হন। সদা হাস্যময়ী টরন্টো শহরের সকলের ’বৌদি’ তৃপ্তি দেব রায় মৃত্যুকালে তাঁর স্বামী কম্যুনিটির সক্রিয় ব্যক্তিত্ত¡ রানা দেব রায় এবং একমাত্র পুত্র নীলাদ্রী দেবরায় (রাতুল) এবং কমুনিটির সকলের কাছে সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত তাঁর দেবর অমিতাভ দেব রায় (তাপস)-এর দুই কন্যা প্রয়াতের অতি আদরের কিশোরী ঈশিতা ও অংকিতা দেব রায়সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব রেখে গেছেন। সংগঠনের পক্ষে যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎরঞ্জন দে বলেন, এই সংগঠন এবং টরন্টো শহরের প্রবাসী বাঙালীদের মধ্যে তাঁর স্মৃতি চির স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, তৃপ্তি দেবরায় ১৯৫৬ (ইং) সালে সিলেট শহরের প্রথিতযশা উকিল পিতা যোগেশ চন্দ্র দে-এর ঘর আলো করে জন্মগ্রহণ করেন। পিডিআই কর্মী রানা দেব রায়ের সাথে ৩৫ বছরের বিবাহিত জীবনের ২২ বছর তাঁরা স্বপরিবারে টরন্টো শহরে বসবাস করছিলেন।