সুহেল ইবনে ইসহাক, টরন্টো, কানাডা : রোটারিকে জানা, একজন রোটারিয়ান হিসেবে নিজেকে যথাযতভাবে রোটারি জ্ঞানে শানিত করার জন্য “রোটারি ক্লাব অ্যাসেম্বলি” খুবই গুরুত্বপূর্ণ। ক্লাবে নতুন নিযুক্ত হওয়া সদস্যবৃন্দসহ সবার জন্য রোটারির বিশাল কর্মযজ্ঞ ও জ্ঞানের ভান্ডার সম্পর্কে নিজেকে হালনাগাদ করে নেয়ার মানসে “ক্লাব অ্যাসেম্বলি” তাত্পর্যপূর্ণ। রোটারি ক্লাবের ত্রৈমাসিক ক্লাব অ্যাসেম্বলি গত ২৯ সেপ্টেম্বর রোববার বিকেল ৪.৩০ ঘটিকার সময় ডেনফোর্থস্থ রেডহট তান্দরীর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মুজিবর রহমানের সভাপতিত্বে শুরু হওয়া এই এসেম্বলিতে মডারেটরের দায়িত্ব পালন করেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও ক্লাব ট্রেইনার রোটারিয়ান ফরিদ সিদ্দিকী। প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট ব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন নির্ধারিত প্লেনারি সেশনে রোটারির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এ.কে.এম. খোরশেদ খান, ক্লাব ডিরেক্টর প্রফেসর আতাউর রহমান, পাস্ট প্রেসিডেন্ট ও ডিরেক্টর মঈন চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট সুহেল আহমেদ। উক্ত এসেম্বলি পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৭০৭০, কানাডার গভর্নর ডক্টর বেথ সিলভি, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর জিম লৌটিট, বর্তমান ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর রণ মিলার। এসেম্বলি শেষে অতিথিবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করেন। তাঁরা বলেন, রোটারি ক্লাবের প্রশিক্ষণমূলক এই “ক্লাব অ্যাসেম্বলি” ক্লাবের জন্য অনেক সুফল বয়ে আনবে এবং ক্লাবে নিযুক্ত হওয়া নতুন রোটারিয়ানদের জন্য রোটারি ও এর কার্যক্রম সম্পর্কে বিস্তর জ্ঞান লাভের এক বিশাল সুযোগ সৃষ্টি করেছে। গভর্নর ডক্টর বেথ সিলভি বলেন, তাঁর পরিতুষ্টির কথা তিনি রোটারি ডিস্ট্রিকে উদাহরণ হিসেবে তুলে ধরবেন। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও ক্লাব ট্রেইনার রোটারিয়ান ফরিদ সিদ্দিকী সবাইকে ধন্যবাদ জানিয়ে এসেম্বলির সকল সেশনের সমাপ্তি টানেন এবং ক্লাব প্রেসিডেন্ট মুজিবর রহমান এসেম্বলির সমাপ্তি করেন।