অনলাইন ডেস্ক : গত ১৪ই ডিসেম্বর ২০১৯ শনিবার সন্ধ্যা ৯:০০ টায় টরন্টোর বাংলা টাউনে ‘টরন্টো ফিল্ম ফোরাম’ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ে লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আল-বদর ও আল-শামসের হাতে নির্মমভাবে নিহত হওয়া বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে ‘প্রদীপ হাতে’ দাঁড়িয়ে। একই সাথে ইতিহাসের এই জঘন্যতম হত্যাকান্ডের নিন্দা জ্ঞাপন করে হত্যাকারীদের বিচার দাবি করেছেন উপস্থিত জনতা।

টরন্টো ফিল্ম ফোরাম-এর সদস্যরা ছাড়াও টরন্টোর বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই প্রতিবাদে অংশ নেন ও প্রদীপ হাতে দাঁড়িয়ে ইতিহাসের এই জঘন্যতম হত্যাকান্ডের বিচারের দাবি তুলেন। এই সমাবেশে বক্তব্য রাখেন কবি ইকবাল হাসান, কানাডার রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা পক্ষ থেকে সাদ কামালী, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখার সভাপতি সুভাষ দাশ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রতন রয়, টরন্টো ফিল্ম ফোরামের কার্যকরী পরিষদের সদস্য ও সাংবাদিক শেখ শাহনাওয়াজ, শহীদ ডাঃ মূর্তজা বশীর এর কন্যা দূতী অরণী এবং টরন্টো ফিল্ম ফোরামের কার্যকরী পরিষদের সহ-সভাপতি, অন্যস্বর টরন্টো’র প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট আবৃত্তিকার আহমেদ হোসেন। বক্তারা প্রত্যেকেই ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর, ও আল-সামসের সদস্যদের পরিকল্পিতভাবে চালানো এই নির্মম হত্যাকান্ডের নিন্দা জানান ও গভীর শোক প্রকাশ করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, সরকার দ্রুত এই হত্যাকান্ডের বিচারের ব্যাবস্থা গ্রহণ করবেন এবং ১৯৭১ সালে নয় মাসের অধিক সময় ধরে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকান্ডকে, যাতে প্রায় ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয় ও দুই লাখেরও অধিক নারীর সম্ভ্রমহানী করা হয়, আন্তর্জাতিকভাবে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা করার দাবী জানান।
অনুষ্ঠান শেষে জমায়েতে অংশ নেয়া জনতা তাদের দাবীর স্বপক্ষে ড্যানফোর্থে প্রদীপ মিছিল করেন।
প্রেস বিজ্ঞপ্তিঃ ১৫ই ডিসেম্বর ২০১৯, টরন্টো, অন্টারিও।
যোগাযোগঃ মুক্তি প্রশাদ, সম্পাদক, টরন্টো ফিল্ম ফোরাম; ফোনঃ ৬৪৭-৬৩৩-২২০৬