অনলাইন ডেস্ক : কানাডার অন্টারিও প্রভিন্সে সব শিক্ষাপ্রতিষ্ঠান এক যোগে চালু না করে আঞ্চলিক ভিত্তিতে স্কুল খোলার পরামর্শ দিয়েছে ‘কোভিড-১৯ সায়েন্স অ্যাডভাইজরি টেবিল। গত শনিবার অনলাইনে দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রাদেশিক প্রধানমন্ত্রী ডোগ ফোর্ড এ বিষয়ে পরামর্শ চাইলে অ্যাডভাইজরি টেবিলের পক্ষ থেকে ওই পরামর্শ দেয়া হয়। এতে বলা হয়, করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে রাখতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কিছু কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে। বিবৃতিতে আরো বলা হয়, কানাডায় করোনার কারণে বন্ধ হওয়া প্রতিষ্ঠানের মধ্যে সবশেষে বন্ধ হয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এখন খোলার সময় সবার আগে খোলা হচ্ছে স্কুল-কলেজ।
গত বৃহস্পতিবার ডোগ ফোর্ড এক খোলা চিঠিতে স্কুল খোলার বিষয়ে সবার মতামত জানতে চেয়েছিলেন। পরদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ বিষয়ে তাদের মতামত দেন। করোনা মহামারির ভয়াবহ তৃতীয় ঢেউয়ের কারণে কানাডায় গত ৬ সপ্তাহ যাবত স্কুল বন্ধ রয়েছে। কানাডার শিক্ষাবর্ষ অনুযায়ী নতুন বছর শুরু হতে আর মাত্র ১ মাস বাকি আছে। এখন স্কুলগুলো পর্যায়ক্রমে চালু করা গেলে শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক সমস্যা অনেকটা দূর করা যাবে এবং স্কুল কর্তৃপক্ষও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সঠিক মূল্যায়ন করতে পারবে। প্রসঙ্গত, দীর্ঘদিন স্কুল বন্ধ খাকায় কানাডায় অনেক শিক্ষার্থী শারিরীক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থীকে এই সময়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এছাড়া অনলাইন পদ্ধতিতে শিক্ষা গ্রহণে সবাই সমান দক্ষ না হওয়ায় অনেকে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। বিশেষ করে কিন্ডারগার্ডেন শিক্ষার্থীরা এক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চল ভিত্তিক স্কুল খোলার বিষয়ে অ্যাডভাইজরি টেবিলের বিবৃতিতে স্বাক্ষরকারি ১১ টি গ্রæপের মধ্যে রয়েছে, হসপিটাল অব সিক চিলড্রেন, চিলড্রেনস হসপিটালস ইন অটোয়া, চিলড্রেনস মেন্টাল হেলথ অন্টারিও, প্যাডিয়াট্রিক অ্যালায়েনস অব অন্টারিও এবং কাউন্সিল অব অন্টারিও মেডিক্যাল অফিসার্স অব হেলথ। সূত্র : দ্য স্টার