বিনোদন ডেস্ক : বিতর্ক আর হলিউড অভিনেত্রী সিডনি সুইনি যেনো একে অপরের পরিপূরক। ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রায় সংবাদের শিরোনাম হন তিনি। এবার নিজের নতুন অন্তর্বাস ব্র্যান্ডের প্রচার করতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় অবস্থিত হলিউড সাইনের ওপর চড়ে বসেন সিডনি। সেখানে তাকে হুডি পরা অবস্থায় দেখা যায় এবং তার সঙ্গে ছিলেন মুখ ঢাকা এক ব্যক্তি।

ভিডিওতে আরও দেখা যায়, সিডনি ও তার সহযোগী হলিউড সাইনের অক্ষরগুলোতে একের পর এক অন্তর্বাস সাজিয়ে একটি লম্বা শিকল বানিয়ে সেখানে ঝুলিয়ে দিচ্ছেন। জানা গেছে, সিডনির এই নতুন ব্যবসায় বিনিয়োগ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস এবং তার স্ত্রী লরেন সানচেজ।

লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ‘হলিউড’ পাহাড়টি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ‘হলিউড চেম্বার অফ কমার্স’-এর প্রধান স্টিভ নিসেন এক বিবৃতিতে জানিয়েছেন, সিডনি সুইনি বা তার প্রোডাকশন টিম এই কাজের জন্য কোনো অনুমতি নেয়নি। এমনকি হলিউড সাইনকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে গেলে যে লাইসেন্স প্রয়োজন হয়, তাও গ্রহণ করা হয়নি। গভীর রাতে এখানে ওঠা নিষিদ্ধ। অথচ ভিডিওতে সিডনি ও তার সহযোগীকে দেখা গেছে ‘হলিউড’ পাহাড়ে বেশ মজা করছেন। যদিও শুটিং শেষে তারা অন্তর্বাসগুলো সরিয়ে নিয়েছিলেন। কর্তৃপক্ষ এই ঘটনাটি তদন্ত করছে।

‘হলিউড চেম্বার অফ কমার্স’ সিডনি ও তার টিমের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।