Home বিনোদন অবশেষে বেরিয়ে এল আলিয়ার সেই লেহেঙ্গা রহস্য

অবশেষে বেরিয়ে এল আলিয়ার সেই লেহেঙ্গা রহস্য

বিনোদন ডেস্ক : দীপাবলিতে নতুন ধরনের লেহেঙ্গা পরে সবাইকে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গোলাপী রঙের এই লেহেঙ্গায় গাছ, পাতা, ফুল, পাখি, পশু- সব ফেব্রিক দিয়ে আঁকা হয়েছে। সেই সঙ্গে ‘রাজি’র গান ‘অ্যা ওয়াতান’ লিখে দেওয়া হয়েছে লেহেঙ্গার ওড়নায়। এটি তৈরিতে কাজ করেছেন ১৩ জন কারিগর। সঙ্গে ছিলেন ৩৫ জন শিক্ষার্থী। বিশেষ এই পোশাকটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৪ মাস।

লেহঙ্গাটির সঙ্গে অনেক মানুষের ভালোবাসা, হাতের ছোঁয়া জড়িয়ে রয়েছে। তাই এবারের দীপাবলির পোশাক তার কাছে এক্কেবারে অন্যরকম বলে জানান বলিউডের এই অভিনেত্রী।

করোনার কারণে চলতি বছর দীপাবলিতে বলিউডে তেমন কোনো জাকজমকপূর্ণ পার্টির আয়োজন করা হয়নি। ফলে এবারের দীপাবলির সময় শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন আলিয়া। বর্তমানে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রক্ষ্মাস্ত্র’র শুটিং শেষ করতে ব্যস্ত আলিয়া ভাট এবং রণবীর কাপুর। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র শুটিংও করেছেন আলিয়া।

অন্যদিকে, ঋষি কাপুরের মৃত্যুর পর থেকে কাপুর বাড়িতে আলিয়াকে প্রায়ই দেখা যায়। রণবীর কাপুরের পরিবারের সঙ্গে আলিয়ার একাত্মতা বাড়লেও চলতি বছর তারা বিয়ে করবেন না বলেই জানা যাচ্ছে। এমনকি কাপুর পরিবারের এক ঘনিষ্ঠজনের কথায়, ২০২১ সালেও রণবীর-আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন কি না, তা নিয়ে স্পষ্টভাবে কোনো খবর মেলেনি।

Exit mobile version