অনলাইন ডেস্ক : জনপ্রিয় গোল্ডেন রেসিডেন্সি ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম রিয়েল এস্টেট বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাহরাইন।
জনপ্রিয় গোল্ডেন রেসিডেন্সি ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম রিয়েল এস্টেট বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাহরাইন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি বসবাস আরও সহজলভ্য করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত ন্যাশনালিটি, পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্স (এনপিআরএ)।
এটি বাহরাইনের বৃহত্তর লক্ষ্য-গালফ অঞ্চলে বসবাস, ব্যবসা এবং বিনিয়োগের আকর্ষণীয় কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।বাহরাইনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডেন ভিসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সম্পত্তি বিনিয়োগের পরিমাণ ২ লাখ বাহরাইনি দিনার থেকে কমিয়ে এক লাখ ৩০ হাজার দিনার করা হয়েছে। অর্থাৎ প্রায় ৩৫ শতাংশ কমানো হয়েছে।
এনপিআরএ-র আন্ডার সেক্রেটারি শেখ হিশাম বিন আব্দুর রহমান আল খলিফা বলেন, এই পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি সুযোগ সৃষ্টি ও দেশকে বিনিয়োগবান্ধব রাখতে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন।
তিনি আরও বলেন, ‘বিনিয়োগের সীমা কমানো হলে প্রোগ্রামের প্রতিযোগিতা বাড়বে, তবে এর মান ও এক্সক্লুসিভিটি অক্ষুণ্ণ থাকবে।’
নতুন নিয়ম অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তি বা গোষ্ঠী গোল্ডেন ভিসার জন্য যোগ্য-সম্পত্তি বিনিয়োগকারী, যারা এক লাখ ৩০ হাজার দিনার মূল্যের সম্পত্তি ক্রয় করবেন; পেশাজীবী, যাদের মাসিক আয় কমপক্ষে দুই হাজার দিনার এবং বাহরাইনে টানা পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা আছে, অবসরপ্রাপ্ত ব্যক্তি, যারা বাহরাইনে ১৫ বছর কাজ করেছেন এবং যাদের পেনশন ২ হাজার দিনারের বেশি, বিদেশে অবস্থানরত অবসরপ্রাপ্ত ব্যক্তি, যাদের পেনশন ৪ হাজার দিনারের বেশি, উদ্যোক্তা, উচ্চ দক্ষ পেশাজীবী এবং যারা বাহরাইনের অর্থনীতি বা সমাজে উল্লেখযোগ্য অবদান রাখেন।
গোল্ডেন রেসিডেন্সি ভিসাধারীরা পাবেন-আজীবন বসবাসের অনুমতি, কর্মক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা, অসীম সংখ্যক বার যাতায়াতের সুযোগ, পরিবারকে স্পনসর করার সুবিধা, ১০০ শতাংশ ব্যবসার মালিকানা, আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, স্বাস্থ্যবীমা এবং বাসস্থানের প্রমাণ এনপিআর–র অনলাইন পোর্টালে জমা দিতে হবে।
রিয়েল এস্টেট বাজারে নতুন গতিবিশেষজ্ঞরা মনে করছেন, নতুন বিনিয়োগ সীমা বাহরাইনের বিনিয়োগকারী সংখ্যা বাড়ানোর পাশাপাশি দেশের রিয়েল এস্টেট বাজারকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে গালফ অঞ্চলে দীর্ঘমেয়াদি বসবাস ও বিনিয়োগ গন্তব্য হিসেবে বাহরাইনের অবস্থান আরও শক্তিশালী হবে।
