Home বিনোদন আগুন-সন্ত্রাসের কারণে নিত্যপণের দাম বাড়ছে : রিয়াজ

আগুন-সন্ত্রাসের কারণে নিত্যপণের দাম বাড়ছে : রিয়াজ

বিনোদন ডেস্ক : দেশের নিত্যপন্যের বাজার এখন বেশ উত্তপ্ত। প্রতিদিনই লাগামহীনভাবে নিত্যপণের মূল্য বাড়ছে। এ অবস্থায় বিপাকে পড়েছে দেশের মানুষ। জীবন পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। সাধারণ মানুষ বিভিন্ন সময় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বললেও, এবার এ ব্যাপারে কথা বলেছেন ঢাকাই চলচ্চিত্রের তারকারা।

এবার নিত্যপণের ঊর্ধ্বগতি নিয়ে কথা বললেন চিত্রনায়ক রিয়াজ। আগুন-সন্ত্রাসের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন এই নায়ক।

এ তারকা বলেন, বিজয়ের মাসে, মানবাধিকার দিবসে বলতে চাই, আগুন-সন্ত্রাস একটি মানবতাবিরোধী অপরাধ। এর তীব্র ঘৃণা ও নিন্দা জানাই আমরা। আগুন-সন্ত্রাসের কারণে সন্তানদের স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না। ছুটির দিনগুলোয় ক্লাস করতে হচ্ছে তাদের। স্কুলের শিডিউল পরিবর্তন হচ্ছে। যানবাহন চলাচল করতে না পারায় বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে।

রিয়াজ বলেন, যারা আমাদের নাগরিক অধিকার খর্ব ও লঙ্ঘন করছে, আমি মনে করি তারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। এখনই তাদের রুখে দিতে হবে। এই আগুন-সন্ত্রাসকে রুখতে না পারলে ভালো থাকবে না দেশের মানুষ। সুন্দর বাংলাদেশ রাজনৈতিক উদ্দেশ্যে নষ্ট হতে দেব না। এই দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। আর এই অগ্রযাত্রার চেষ্টাকে থামিয়ে দেয়ার জন্য চেষ্টা করা হলে সেটা এক প্রকার সন্ত্রাস বলে মনে করি আমরা।

প্রসঙ্গত, রোববার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও শিল্পীসমাজ’ প্রতিপাদ্যে একঝাঁক শিল্পী এবং চলচ্চিত্র সংশ্লিষ্টদের সংগঠন ‘আমরা শিল্পীসমাজ’ মানবন্ধন করে। কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। এছাড়া মানববন্ধনে অংশ নেন সূচন্দা, অঞ্জনা, নূতন, তারিন, ফেরদৌস, রিয়াজ, নিপুণ।

Exit mobile version