Home আন্তর্জাতিক আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান খামেনির, জাতীয় পতাকা হাতে একাত্মতা প্রকাশ ইরানিদের

আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান খামেনির, জাতীয় পতাকা হাতে একাত্মতা প্রকাশ ইরানিদের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একটি রেকর্ডকৃত ভাষণে এই বক্তব্য দেন তিনি, যা পরে জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়। শুক্রবারের পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ।

খামেনির বক্তব্য প্রচারের পর তেহরানের রাস্তায় জাতীয় পতাকা হাতে গাড়িবহর নিয়ে বেরিয়ে পড়েন ইরানিরা। এসময় তারা দেশের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এদিকে ইসরাইল ও ইরানের সংঘাতময় পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। ইসরাইলি বাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় তিন ধাপে শতাধিক যুদ্ধবিমান তেহরান ও আশপাশের এলাকায় হামলা চালিয়েছে।

তারা আরও জানায়, শুক্রবার থেকে ইরান প্রায় ৪০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ভেতর ৪০টি ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি আঘাত হেনেছে। এতে ২৪ জন ইসরাইলি প্রাণ হারিয়েছেন।

এদিকে তেহরানে প্রায় ১ কোটি মানুষ বসবাস করেন। সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কারণে অনেকেই রাজধানী ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যাচ্ছেন। এতে তেহরানের রাস্তায় তীব্র যানজট দেখা দেয়।

Exit mobile version