Home বিনোদন আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম: জয়া আহসান

আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম: জয়া আহসান

বিনোদন ডেস্ক : সাধারণ মানুষের পাশাপাশি একের পর তারকারা কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলছেন। এমনকি নেমে ছেন রাজপথেও। এবার এক ফেসবুক পোস্টে কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনা কেন্দ্র করে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী জইয়া আহসান। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান।

শুরুতেই জয়া লিখেন, নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুরঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবেনা। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা। অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা।

একাধিক প্রশ্ন করে নিজের মনের কষ্ট ভাগ করে অভিনেত্রী আরও লিখেছেন, দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কি লিখবো ? কি বলবো? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ব আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলবো আমরা? কেমন করে?

নিহতদের কথা প্রসঙ্গে জয়া আরও লিখেন, প্রাণ গুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক , আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম।

চলমান পরিস্থিতি কাটিয়ে আগামীদিনের জন্য প্রার্থনা করে অভিনেত্রী লিখেন, হে ইশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধূয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়া। হত্যা মৃত্যু হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি , দেশটা ফিরে পাই আমারা আমাদের মত করে। শান্তি চাই , শান্তি চাই , শান্তি চাই।

 

Exit mobile version