Home বিনোদন আলকাতরা ছুড়ে মারা হলো জনপ্রিয় উপস্থাপিকার গায়ে!

আলকাতরা ছুড়ে মারা হলো জনপ্রিয় উপস্থাপিকার গায়ে!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মার্কিন উপস্থাপিকা জেনিফার অ্যানিস্টনের গায়ে আলকাতরা ছুঁড়ে দেওয়া হয়েছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে সেখানকার স্থানীয় সময় রোববার ঘটেছে ঘটনাটি। সেখানে শুটিং করতে গিয়েছিলেন জেনিফার। এ সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ‘জেনিফারের দ্য মর্নিং শো মহামারী, ইউক্রেন যুদ্ধ, এমনকি J6 দাঙ্গা সম্পর্কে মিথ্যা কথা বলেছে, ভুল তথ্য দিয়েছে।’

বিষয়টি নিয়ে বিরক্ত মানুষজন শোয়ের শুটিংয়ের সময় আলকাতরার মতো আঠালো পদার্থ ছুড়ে মারেন জেনিফারের গায়ে। যা মুহূর্তেই নষ্ট করে দেয় তার সাদা শার্ট ও অফ হোয়াইট ট্রাউজার। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি জেনিফার। বেজায় রকম চটেছেন।

তবে বিষয়টি নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা এটি একটি শুটিংয়ের দৃশ্য। জেনিফার এমন এক দৃশ্যের শুট করছিলেন যেখানে তার চরিত্রের নাম ছিল অ্যালেক্স লেভি।

এদিকে জেনিফারের আসন্ন সিরিজ ‘দ্য মর্নিং শো’-এর এই দৃশ্যটি অনলাইনে ভাইরাল হলে প্রথমে এটি সত্য ঘটনা ভেবে নেয় অ্যানিস্টন ভক্তরা। অনেককেই তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

Exit mobile version