অনলাইন ডেস্ক : ইউক্রেনে রুশ অভিযান ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার ইউক্রেনে রুশ অভিযান ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনালাপে এই দুই নেতা ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে দায়বদ্ধ রাখার প্রতি তাদের প্রতিশ্রুতির ওপর জোর দেন এবং ইউক্রেনে নিরাপত্তা সহায়তা প্রদানের বিষয় নিয়ে আলোচনা করেন।
সূত্র: আল-জাজিরা।