অনলাইন ডেস্ক : কানাডার প্রধান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বদানকারী প্রথম মহিলা আলেক্স ম্যাকডোনাফ গত শনিবার মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবত আলঝেইমার রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ কানাডাজুড়ে রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেছেন, ‘এই মৃত্যু আমাদের দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
ম্যাকডোনাফের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন দুরারোগ্য আলঝেইমারের সাথে লড়াই করে গত শনিবার তিনি হ্যালিফেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নোভাস্কশিয়ার নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নেতৃত্ব দেয়া ছাড়াও ফেডারেল পার্টির নেতা হিসেবে কাজ করেছেন।
১৯৮০ সালে নোভাস্কশিয়ার এনডিপির প্রধান নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি কানাডার ইতিহাসে দেশটির প্রধান কোনো রাজনৈতিক দলের প্রথম মহিলা প্রধানের সম্মান অর্জন করেন। টানা ১৫ বছর ওই পদে থাকার পর ১৯৯৫ সালে তিনি পদত্যাগ করেন। ওই বছরই তিনি ফেডারেল এনডিপির নেতা নির্বাচিত হন এবং ২০০৩ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৮ সাল পর্যন্ত তিনি ২ মেয়াদে এমপি হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে ফেডারেল এনডিপি নেতা জগমিত সিং এক টুইট বার্তায় বলেছেন, ম্যাকডোনাফের অভাব তারা তীব্রভাবে অনুভব করবেন। তিনি ছিলেন এমন এক নেত্রী যিনি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি কানাডার রাজনীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় ও সুসংহত করেছেন, কখনো কোনো চ্যালেঞ্জ থেকে পিছপা হননি। তিনি ছিলেন একজন সত্যিকারের ‘চ্যাম্পিয়ন।’ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার শোক বার্তায় বলেন, তিনি যে ইতিহাস তৈরি করে গেছেন, সে প্রভাব রেখে গেছেন এবং মহিলাদের বাধাগুলো যেভাবে তিনি দূর করেছেন তা এত সহজে বলে বুঝানো যাবে না। তার মৃত্যু আমাদের দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সাবেক কনজারভেটিভ এমপি লিসা রাইট এক টুইট বার্তায় বলেছেন, আমি নোভাস্কশিয়ায় বড় হয়েছি। আলেক্স ম্যাকডোনাফকে দেখার আগে কখনো ভাবিনি কানাডায় মেয়েরা রাজনীতি করতে পারে, দলের নেতৃত্ব দিতে পারে। রাজনীতিতে আমার মতো অনেকেরই আদর্শ ছিলেন তিনি।
নোভাস্কশিয়ার প্রিমিয়ার টিম হিউস্টন বলেছেন, ম্যাকডোনাফ ছিলেন একজন সত্যিকারের জনসেবক। তার রাজনৈতিক জীবনের বৈশিষ্ট্য ছিল, তিনি যেসব লোকদের প্রতিনিধিত্ব করেছিলেন তাদের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। কানাডাজুড়ে লোকজন তাকে খুব মিস করবে। সূত্র : সিবিসি