Home আন্তর্জাতিক এবার ভারতকে সতর্ক করলেন নিকি হ্যালি

এবার ভারতকে সতর্ক করলেন নিকি হ্যালি

অনলাইন ডেস্ক : রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভারতকে এবার সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির নেত্রী ও জাতিসংঘে সাবেক মার্কিন দূত নিকি হ্যালি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নিকি লিখেছেন, রাশিয়ার তেল কেনার বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বের সাথে নেয়া উচিৎ ভারতের। এ বিষয়ে সমাধান খুঁজে বের করতে দিল্লিকে হোয়াইট হাউসের সাথে কাজ করার পরমার্শ দিয়েছেন তিনি।

হ্যালি বলেছেন, দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্ব অনেক পুরানো। দুই দেশের বাণিজ্যের বাধা আর রুশ তেল আমদানি নিয়ে চলমান অস্থিরতা কাটিয়ে উঠতে আলোচনার বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন এই রিপাবলিকান নেতা। চীনকে মোকাবেলায় ভারতের মতো বন্ধু রাষ্ট্রের গুরুত্বও তুলে ধরেছেন হ্যালি।

Exit mobile version