অনলাইন ডেস্ক : আলবার্টার বিভিন্ন হাসপাতালে করোনার ৫ম ঢেউ ওমিক্রনে আক্রান্ত রোগির সংখ্যা ক্রমেই বাড়ছে। এই বাড়তি রোগির চাপ সামলাতে প্রদেশটিতে শিক্ষানবিস নার্সরা বিভিন্ন হাসপাতালে সম্মুখযোদ্ধা হিসাবে কাজে যোগ দিয়েছেন। একদিকে স্বাস্থ্যকর্মীর সঙ্কট অন্যদিকে করোনা রোগি বৃদ্ধি পাওয়ায় আলবার্টা হেলথ সার্ভিস তাদের কাজে যোিগদানের অনুমতি দিয়েছে। গত ১ সপ্তাহে ৬১০ জনকে এ ধরনের নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। ইউনিভার্সিটি অব ক্যালগারির নার্সিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী বব্বি জো ম্যাকমিলান বলেন, আমাদের হাসপাতালগুলোতে এখন নার্সের প্রয়োজন। তাই আমাকে এখন কোর্স শেষ করার আশায় বসে থাকলে চলবে না। প্রয়োজনের তাগিদেই আমাকে কাজে যোগ দিতে হবে। এটা আমার দায়িত্ব।
প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কাজে যোগদানকারী শিক্ষানবিস নার্সরা এখন ঘন্টায় ২৯.৬৮ ডলার করে পাবেন। এসব নার্স আলবার্টার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তারা হাসপাতালের জরুরি বিভাগ ও করোনা ইউনিটি দায়িত্ব পালন করবে। ‘ওমিক্রন জনিত কর্মী সংকটের’ কারণে এদেরকে কাজে নেয়া হয়েছে। প্রসঙ্গত, আলবার্টায় এই মুহূর্তে সাধারণ অসুস্থ্যতার কারণে ৫ শতাংশ স্বাস্থ্যকর্মী এবং করোনা সংক্রমনের কারণে ২০ শতাংশ স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্রে অনুপস্থিত আছেন। অন্যদিকে গত বুধবার আলবার্টার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪১৮ জন নতুন রোগি ভর্তি হয়েছেন।
ইউনিভার্সিটি অব ক্যালগারির নার্সিং ফ্যাকাল্টির সহযোগি ডিন জাহরা সজনী বলেন, আলবার্টা হেলথ সার্ভিসের পক্ষ থেকে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা বিষয়টি ছাত্রীদের জানাই। আমাদের ইউনিভার্সিটি থেকে এ পর্যন্ত ১২০ জন কাজে যোগদানের জন্য নাম লিখিয়েছে। সূত্র : সিবিসি