অনলাইন ডেস্ক : কানাডার অন্টারিওর ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যৌন হয়রানি ও নারী নিগ্রহের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত শিক্ষার্থী। তারা ‘স্টপ ভায়োলেন্স, ‘নো মোর ভায়োলেন্স’,‘স্টপ রেপ কালচার’ ইত্যাদি লেখা প্লেকার্ড নিয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ করে এবং নিগ্রহের শিকার শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। ইউনিভার্সিটি প্রশাসন শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় নতুন পরিকল্পনা গ্রহণ ও দোষীদের চিহ্নিত করতে ট্রাস্টফোর্স গঠনের কথা জানিয়েছে।

গত শুক্রবার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ক্যাম্পাসে নারীবিদ্বেষী কর্মকান্ড বন্ধ এবং যৌন হয়রানির শিকার শিক্ষার্থীদের পাশে থাকার দাবিতে বিক্ষোভ শুরু করে। গত সপ্তাহে চারজন ভুক্তভোগী ক্যাম্পাসে নিগ্রিহিত হওয়ার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। বিক্ষেভে অংশগ্রহণকারীরা বলেন, ওই চারজন বিচার চাওয়ার সাহস দেখিয়েছেন। কিন্তু এমন শত শত ঘটনা ঘটছে। অনেকেই নানান প্রতিক‚লতায় এসব বিষয় প্রকাশ্যে আনতে চান না। তাই তারা সঠিক বিচারও পান না।
এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তথা যৌন হয়রানি বন্ধে ট্রাস্কফোর্স গঠনসহ কিছু পদক্ষেপ নিয়েছে। ইউনিভার্সিটি প্রশাসন এক বার্তায় বলেছে, তারা বিক্ষোভকারীদের দাবির প্রতি সম্পূর্ণ একমত। তারা যে কোনো মূল্যে ক্যাম্পাসের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চান। ওয়েস্টার্ন সভাপতি এলান শেফার্ড বলেন, আমরা আশাবাদী যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে পারব। তিনি যেকোনো হয়রানির শিকার বিনা দ্বিধায় ট্রাস্কফোর্সের কাছে সব কিছু জানানোর অনুরোধ জানিয়ে বলেন, ইউনিভার্সিটি প্রশাসন সবসময়ই ভুক্তভোগীদের পাশে থাকবে। সূত্র : সিবিসি