Home বিনোদন কটাক্ষের মুখে অভিষেক

কটাক্ষের মুখে অভিষেক

বিনোদন ডেস্ক : ফের পেজ থ্রি সরগরম হয়ে উঠল অভিষেক বচ্চনকে নিয়ে। সম্প্রতি এক ব্যক্তি একটি ছবি শেয়ার করেন। যেখানে অভিষেক বচ্চনের চেয়ে তিনি অনেক বেশি সুদর্শন বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, অভিষেকের পদবী যদি বচ্চন না হত, তাহলে তিনি বর্তমানে কোন জায়গায় থাকতেন বলেও প্রশ্ন তোলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির মন্তব্যের কটাক্ষের পর তাকে পালটা উত্তর দেন জুনিয়র বচ্চন। জনৈক ব্যক্তির মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক বলেন, তাকে নিয়ে যে মশকরা শেয়ার করা হয়েছে, তা বেশ মজার। তা সত্ত্বেও ওই ব্যক্তির তুলনায় তাকে অনেক ভাল দেখতে বলেও মন্তব্য করেন জুনিয়র বচ্চন। প্রসঙ্গত, সমালোচনা ও নেপোটিজম বিতর্ক তার ক্যরিয়ারের অবিচ্ছেদ্য সঙ্গী অভিষেকের।

তবু ওঠা-পড়া সামলে এ বছরই তিনি ইন্ডাস্ট্রিতে দু’দশক পূর্ণ করলেন। আগামী বৃহস্পতিবার তার অভিনীত ‘লুডো’ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।

Exit mobile version