Home আন্তর্জাতিক করোনাভাইরাস: ইতালিতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত

করোনাভাইরাস: ইতালিতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালিতেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।

গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২৯ জন আক্রান্ত হয়েছে। যা গেল তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এমনটাই জানিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সবশেষ গেল ২৩ মে ইতালিতে একদিনে সর্বোচ্চ ৬৬৯ জন আক্রান্ত হয়েছিল। এরপর থেকে আক্রান্তের সংখ্যা কমেছে। কমতে কমতে ২০০ এর নিচেও নেমেছিল। কয়েক সপ্তাহ আগেও ইতালিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০০ এর মধ্যে।
কিন্তু গেল কয়েকদিন ধরে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। শনিবার ৬২৯ জন আক্রান্ত হওয়ায় ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৩ হাজার। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৩৫ হাজার ৩৯২ জন। যা বিশ্বের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ।

সূত্র: আল জাজিরা।

 

Exit mobile version