Home আন্তর্জাতিক করোনার প্রাদুর্ভাব শুরুর পর ট্রাম্পের প্রথম সভা, বিপুল সমাগম

করোনার প্রাদুর্ভাব শুরুর পর ট্রাম্পের প্রথম সভা, বিপুল সমাগম

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মহামারি শুরু হবার পর এই প্রথম কোনো জনসভায় ভাষণ দিতে যাচ্ছেন। ওকলাহোমার টুলসাতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় রবিবার সকাল) ওই সভায় বক্তব্য রাখবেন ট্রাম্প। এই উপলক্ষ্যে তার সমর্থকদের মধ্যে বিপুল উত্সাহ তৈরী হয়েছে। অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা থেকে ট্রাম্প সমর্থকরা দলে দলে আগেই সেখানে জমায়েত হন। সমাবেশ আয়োজকরা আশা করছেন এতে ১ লাখের বেশি লোক আসতে পারে।

তবে ট্রাম্পবিরোধীরা বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নেয়ায় সংঘর্ষের আশঙ্কাও করা হচ্ছে। ফলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে বিক্ষোভ যদি শান্তিপূর্ণ হয় তবে সমস্যা নেই। কারণ, বিরুদ্ধ মত প্রকাশ করা তাদের গণতান্ত্রিক অধিকার।

ব্যাংক অব ওকলাহোমা সেন্টারে ট্রাম্পের এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের আগমন উপলক্ষে সেখানে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। তবে নির্বাচনী সভা কেমন সফল হবে সেই আলোচনা ছাপিয়ে স্থানীয় কর্তৃপক্ষের মূল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস।

আরও পড়ুন: মানচিত্র থেকেই ভারতের সীমানা পরিষ্কার: দিল্লি

এই জনসভায় সামাজিক দূরত্ব পালন করা সম্ভব হবে না। সুতরাং এখান থেকে বহু মানুষের শরীরে এই প্রাণঘাতী ভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তারা। উল্লেখ্য, এর আগে ট্রাম্প সর্বশেষ সভা করেছিলেন মার্চ মাসে। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ রাজনৈতিক দলগুলোর সব পরিকল্পনা তছনছ করে দেয়।

Exit mobile version