অনলাইন ডেস্ক : করোনা যুদ্ধে ভারতের পাশে দাঁড়াচ্ছে একের পর এক দেশ। অক্সিজেনের জোগান হোক বা ভ্যাকসিন সরবরাহ, সাহায্যের হাত বাড়িয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, রাশিয়াসহ একাধিক দেশ। এবার পাশে দাঁড়িয়েছে স্বয়ং কানাডা। করোনা যুদ্ধে ভারতকে ১ কোটি ডলার দিতে চলেছ কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণার বিষয়টি সাংবাদিকদের জানান।
এমনকী আর্থিক সাহায্যের বিষয়ে ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে মার্ক গার্নাউয়ের কথা হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে আর্থিক সাহায্যের পাশাপাশি অন্যান্য মেডিক্যাল সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কানাডার পক্ষ থেকে। এদিকে করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল ভারত। অতিমারী মোকাবিলায় ভারতের এই কঠিন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতোই পাশে দাঁড়াল আমেরিকা। হোয়াইট হাউসের পক্ষ থেকে ১০০ কোটিরও বেশি মূল্যের করোনার ত্রাণ সামগ্রী ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের যেমন রেকর্ড তৈরি হয়েছে, তেমনই মৃত্যুর নিরিখেও ভেঙে গিয়েছে ভারতের যাবতীয় রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭৯,২৫৭ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মৃত্যু ৩,৬৪৫ জনের। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৬৯,৫০৭ জন। অন্যদিকে গোটা দেশে এখনও পর্যন্ত ১৫,০০,২০,৬৪৮ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে বলেও জানা গেছে।