আহসান রাজীব বুলবুল, কানাডা : কানাডার আলবার্টায় সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসা এক ব্যক্তির দেহে করোনার নতুন ধরন শনাক্ত করা হয়েছে। সোমবার বিকেলে আলবার্টার চিফ মেডিকেল অফিসার ডা. ডিনা হিনসা এ তথ্য জানান।

তিনি বলেন, শনাক্ত হওয়া ব্যক্তি নিজেকে আলাদা করে রেখেছেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। তাই করোনার এই নতুন ধরন তার মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম।

এ চিকিৎসক বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থা যে স্থানে রয়েছে তা এই রূপের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক এবং আমরা একে অপরকে রক্ষা করার জন্য সর্বোত্তম কাজটিই অনুসরণ করছি।

আলবার্টা হেলথ সার্ভিসেস বর্তমানে ফ্লাইটের বিবরণ এবং শনাক্ত ব্যক্তিটি যে ফ্লাইটটিতে ছিল, সেই ফ্লাইটের যাত্রীদের তালিকার সন্ধানের জন্য কাজ করছে। যেসব যাত্রী এখন আলবার্টায় রয়েছেন তারা শনাক্ত ব্যক্তির কাছের সারিতে বসে থাকতে পারে বা সংস্পর্শে থাকতে পারে। সেজন্য তাদের সাথে যোগাযোগ করা হবে।

আলবার্টার চিফ মেডিকেল অফিসার চিকিসক দিনা হিনসা আরও বলেন, শনাক্ত ব্যক্তিটি কখন বিমানবন্দরে পৌঁছেছিল এবং লক্ষণগুলি কখন শুরু হয়েছিল তার মধ্যে কিছু সময়ের বিলম্ব হয়েছে। যে কারণে এটি সংক্রমণের সম্ভাবনা রয়েছে যা আমরা এই মুহূর্তে বিশেষত এমন ব্যক্তিদের অনুসরণ করছি যারা শনাক্ত ব্যক্তির কাছে সারিগুলিতে বসেছিলেন।

ইতোমধ্যেই যুক্তরাজ্য থেকে সবধরনের ফ্লাইট নিষেধাজ্ঞায় রয়েছে। এছাড়াও গত ১৪ দিনের মধ্যে আমেরিকা বা দক্ষিণ আফ্রিকাতে থাকা যে কোনো ব্যক্তি আলবার্টায় প্রবেশ করলে তাকে আলবার্টা হেলথ সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ভেরিয়েন্টের আরও কোনো লক্ষণ থাকলে তা শনাক্ত করতে সহায়তা করার জন্য কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে।

উল্লেখ্য, নতুন ভেরিয়েন্টটি ভাইরাসের অন্যান্য ফর্মের চেয়ে বেশি সংক্রমণযোগ্য বলে মনে করা হয়। তবে কোনো ব্যক্তি একবার সংক্রমিত হওয়ার পরে একই রকম প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে কোভিড-১৯ ভ্যাকসিনগুলি ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর নয়, তবে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অন্যদিকে কানাডার স্বাস্থ্যখাতের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল পাবলিক হেলথ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যে চিহ্নিত হওয়া করোনাভাইরাসের নতুন প্রকৃতি (ইউকে ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত) ভ্যাকসিনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে না। এমনকি এটি মারাত্মক কোনো অসুস্থতাও সৃষ্টি করতে পারে না।

হেলথ কানাডার বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে চিহ্নিত নতুন প্রকৃতির কোভিড (ইউকে ভ্যারিয়েন্ট) অধিকতর সংক্রমণ ঘটাতে সক্ষম। প্রাথমিত তথ্য উপাত্তে এই ধারণা পাওয়া গেলেও এটি যে গুরুতর অসুস্থতা তৈরি করে কিংবা মানবদেহের এন্টিবডির সক্ষমতা বা ভ্যাকসিনের কার্যকারিতায় কোনো ধরনের প্রভাব ফেলতে পারে।