অনলাইন ডেস্ক : কানাডার বৃহত পাঁচটি ব্যাংকের সবকটিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের করোনার ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে। শিগগিরই সবাইকে ভ্যাকসিন গ্রহণের জন্য নাম নিবন্ধন সম্পন্ন করতে ব্যাংকগুলোর পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যারা অফিসের কাজে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে চান তাদের অবশ্যই টিকা গ্রহণ করতে হবে। আর যারা ভ্যাকসিনেটড হবেন না তাদের নিয়মিত করোনা টেস্ট এর মুখোমুখি হতে হবে। অন্যতম প্রধান ব্যাংক টিডি গত শুক্রবার তাদের কর্মকর্তা-কর্মচারীদের এক ই-মেইল বার্তায় জানিয়েছে, ব্যাংকে কর্মরত সবাইকে সেপ্টেম্বরের মধ্যে টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করতে হবে। ১ নভেম্বর থেকে ব্যাংকের যে কোন শাখায় কাজে যোগদানের জন্য ভ্যাকসিনেশন বাধ্যতামূলক। ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কেন লালন্ডির পাঠানো ওই ই-মেইল বার্তায় টিকা না নিলে কি শাস্তি হতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা না হলেও আন ভ্যাকসিনেটেডদের কঠোর নিয়ম-কানুনের বেড়াজালে থাকতে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বার্তায় আরো বলা হয়েছে, ১ নভেম্বর এর মধ্যে যেসব সহকর্মী পুরোপুরি ভ্যাকসিনেটেড হবেন না তাদের সার্বক্ষণিক ফেস মাস্ক পরিধান এবং প্রতিদিন কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। এদিকে দেশের অপর বৃহত ব্যাংক সিআইবিসি এক ব্লগ পোস্টে তার সব স্টাফকে অনূরূপ নির্দেশ দিয়েছে। এতে অক্টোবরের মধ্যে সবাইকে ভ্যাকসিনেড হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংকের পিপল, কালচার এন্ড ব্রান্ড গ্রুপের প্রধান সেন্ডি শারম্যানের নামে দেওয়া পোস্টে বলা হয়েছে, আমাদের সিআইবিসি টিমের প্রত্যেক সদস্যকে দ্রুত টিকার ডোজ সম্পন্ন করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। মহামারীকে বিতাড়িত করতে এই টিকাই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা। আমাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিরাপত্তার জন্য এই মুহূর্তে টিকার বিকল্প আর কিছু নেই। তাই ৩১ অক্টোবরের মধ্যে টিকা গ্রহণের জন্য আমি সবাইকে নির্দেশ দিচ্ছি।

কানাডার অপর ৩ প্রধান ব্যাংক -ব্যাংক অব মন্ট্রিল, স্কশিয়া ব্যাংক ও দ্য রয়েল ব্যাংক অব কানাডা ও পৃথক ইমেইল বার্তায় নিজ নিজ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে ৩১ অক্টোবরের মধ্যে ফুল ভ্যাকসিনেটেড হবার নির্দেশ দিয়েছে। সূত্র : সিবিসি নিউজ