Home কানাডা খবর কানাডায় আবাসিক ভবনে হামলা, বন্দুকধারীসহ নিহত ৬

কানাডায় আবাসিক ভবনে হামলা, বন্দুকধারীসহ নিহত ৬

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টোতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারীও নিহত হন। সব মিলে গতকাল রোববারের এ হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।

টরন্টো শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে ভগান শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বন্দুকধারী এ হামলা চালায়। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় পুলিশ। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হন।

ইয়র্ক পুলিশের প্রধান জিম ম্যাকসুইন বলেছেন, ভবনের ভিন্ন ভিন্ন ফ্ল্যাট থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। ভবনটি এখন নিরাপদ।

কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। নিহত ব্যক্তিদের সঙ্গে ওই বন্দুকধারীর কোনো সম্পর্ক ছিল কি না, তাও তদন্ত করা হচ্ছে।

 

Exit mobile version