কমপক্ষে ৭৫ শতাংশ জনগণ টিকা দেওয়ার পরে কানাডা-মার্কিন সীমান্ত
আবার চালু হবে: -প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরামর্শ

সুহেল ইবনে ইসহাক, টরন্টো, কানাডা: কানাডায় কোভিড-১৯ -এর বিস্তার রোধে যাতায়াত বিধিনিষেধের সময়সীমা বাড়িয়েছে ফেডারেল সরকার। ২১ জুন অবধি মার্কিন যুক্তরাষ্ট্রসহ সমস্ত দেশ থেকে ভ্রমণ সীমাবদ্ধ রয়েছে। কানাডার সীমানা এক বছরেরও বেশি সময় ব্যাপী অপ্রয়োজনীয় ভ্রমণের জন্য বন্ধ ছিল। এর পরে প্রথমবারের মতো, ভ্রমণের উপর বিধিনিষেধের অবসান হতে পারে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে আমেরিকার দক্ষিণ সীমান্ত তিন-চতুর্থাংশ কানাডিয়ান টিকা দেওয়ার পরে আবারও খুলতে পারে।

তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, “আমরা সকলেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য আগ্রহী, তবে আমরা জানি যে, আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগে কোবিড-১৯ নিয়ন্ত্রণে রাখা দরকার এবং ৭৫ শতাংশ জনগণ টিকা দেওয়ার প্রয়োজন রয়েছে”বলে প্রধানমন্ত্রী জানান।(খবর: সি.আই.সি.নিউজ)।

সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দ্বারা তৈরী কোবিড-১৯ ট্র্যাকার ওয়েবসাইট অনুসারে, ৪৬ শতাংশেরও বেশি কানাডিয়ান কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন।

সংবাদ মাধ্যম ব্লুমবার্গের মতে, কানাডার সরকার কানাডা-মার্কিন সীমান্ত পুনরায় চালু করার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে। আলোচনা সবে শুরু হচ্ছে, এবং সীমান্ত পুনরায় খোলার বিষয়টি এখনও আসন্ন নয়। এটি উভয় দেশে কোভিড-১৯ কেসের সংখ্যার উপর নির্ভর করবে এবং যে জনসংখ্যার টিকা দেওয়া হয়েছে তার শতাংশের উপর নির্ভর করবে।
সংবাদ মাধ্যম ব্লুমবার্গ আরও জানিয়েছে যে, দুই দেশ একটি নতুন ব্যবস্থা গ্রহণ করতে পারে যে, ভ্যাকসিন গ্রহণ করা লোকদের কানাডা এবং যুক্তরাষ্ট্র উভয় দেশ ১৪ দিনের জন্য কোভিড-১৯ পরীক্ষা বা কোয়ারেন্টাইন না করে ভ্রমণ করতে দেয়।