Home কানাডা খবর কানাডায় মূল্য ও মজুরি নির্ধারণের বিরুদ্ধে নতুন আইন কার্যকর : রুটির মূল্য...

কানাডায় মূল্য ও মজুরি নির্ধারণের বিরুদ্ধে নতুন আইন কার্যকর : রুটির মূল্য কেলেঙ্কারির জন্য কানাডা ব্রেডের ৫০ মিলিয়ন জরিমানা

অনলাইন ডেস্ক : কানাডার ফেডারেল সরকারের মজুরি/ মূল্য নির্ধারণ এবং নো-পাচিং চুক্তি নিষিদ্ধ করার নতুন আইন গত ২৩ জুন, শুক্রবার থেকে কার্যকর হয়েছে। কর্মচারীদের নিয়োগে খরচের প্রতিযোগিতা হ্রাসকারী সংস্থাগুলোর বিরুদ্ধে ক্র্যাক ডাউন পরিচালনার লক্ষ্যেই এ আইন কার্যকর করা হল। (উল্লেখ্য, একটি নো-পাচিং চুক্তি হল- যখন দুই বা ততোধিক কোম্পানি একটি চুক্তিতে আসে, যাতে দুই বা ততোধিক প্রতিযোগী কোম্পানি একে অপরের কর্মীদের নিয়োগ সীমিত করতে পারে, এ চুক্তি স্পষ্ট বা উহ্য হতে পারে, লিখিত বা মৌখিকভাবে আলোচনার মাধ্যমে হতে পারে।)

দুই বা ততোধিক নিয়োগকর্তার জন্য মজুরি ঠিক করে দেয়া, নির্দিষ্ট অংকে স্থিতিশীল রাখা, হ্রাস করা বা নিয়ন্ত্রণ করার চুক্তি করা এখন একটি ফৌজদারি অপরাধ হিসেবে গন্য হবে। একই সাথে কোম্পানিগুলোকে একে অপরের কর্মচারী নিয়োগ বা অনুরোধ করতে বাধা দেয়াও ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে। ফেডারেল সরকার ২০২২ সালের জুনে ”কমপিটিশন এক্ট কন্সপিরেসি প্রবিশন” সংশোধন করার পরে এ আইন কার্যকর হল। মজুরি নির্ধারণ এবং নো-পাচিং বিধান লঙ্ঘনের শাস্তির মধ্যে রয়েছে ১৪ বছর পর্যন্ত কারাদÐ এবং আদালতের বিবেচনার ভিত্তিতে জরিমানা। এই সংশোধনী কেবল অসংযুক্ত নিয়োগকর্তাদের মধ্যে চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। এর অর্থ হল একই মূল কোম্পানি কর্তৃক নিয়ন্ত্রিত দুই বা ততোধিক কর্পোরেট সংস্থার মধ্যে এই ধরনের চুক্তিগুলো নতুন আইন লঙ্ঘন করে না।

যদিও নতুন এ আইন নিয়োগকারীদের মধ্যে মজুরি নির্ধারণ এবং নো-পাচিং চুক্তিগুলোকে অন্তর্ভুক্ত করে;
কম্পিটিশন ব্যুরো বলেছে যে, তারা লেবারের জন্য প্রতিযোগিতাকারী সংস্থাগুলোর মধ্যে ব্যবস্থাপনার উপর তার প্রয়োগকে অগ্রাধিকার দেবে বলে আশা করে।

নতুন আইনটি শুধুমাত্র নো-পাচিং বিধানগুলোকে টার্গেট করে যা পারস্পরিক স্বভাবগত, যার অর্থ যদি কেবল একটি কোম্পানি অন্যের কর্মচারী নিয়োগ না করতে সম্মত হয় সে এ আইনের আওতায় পড়বে না। নতুন কার্যকর হওয়া এ আইন কানাডার প্রতিযোগিতা আইনের একমাত্র পরিবর্তন নয়। পূর্বে মূল্য নির্ধারণের জন্য কোম্পানী এবং ব্যক্তিরা যারা একসাথে কাজ করতে দেখা গেছে তাদের বিধান লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার আর্থিক জরিমানা করা হত। কিন্তু এখন থেকে জরিমানার পরিমাণ আদালতের বিবেচনার ভিত্তিতে হবে। এই সপ্তাহে কম্পিটিশন ব্যুরো পরিকল্পনার সাথে জড়িত একটি কোম্পানির নাম প্রকাশ্যে এনেছে, যেখানে বেকারি এবং খুচরা বিক্রেতারা একত্রে দাম বাড়াতে একসাথে কাজ করতে দেখা গেছে। ব্যুরো বলছে, পাউরুটির দামে প্রতি পাউরুটিতে অতিরিক্ত ১.৫০ ডলার যোগ হয়েছে ১৫ বছরেরও বেশি সময় ধরে।

Exit mobile version