Home কানাডা খবর কানাডায় স্থান পরিবর্তনকারীরা কীভাবে টিকার ২য় ডোজ নিবেন

কানাডায় স্থান পরিবর্তনকারীরা কীভাবে টিকার ২য় ডোজ নিবেন

অনলাইন ডেস্ক : অনেক কানাডিয়ান যারা করোনা মহামারির হাত থেকে বাঁচতে টিকার ১ম ডোজ নিয়েছেন। কিন্তু বিশেষ প্রয়োজনে তারা ২য় ডোজ নেয়ার আগেই এক স্থান থেকে অন্যস্থানে এমনকি অন্য প্রদেশে চলে গেছেন। এখন লকলাউন বা স্টে অ্যাট হোম নির্দেশের কারণে তারা পূর্বের স্থানে ফিরতে পারছেন না। এমন অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে তারা টিকার ২য় ডোজ গ্রহনের বিষয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তবে কানাডার মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড সোশাল সার্ভিসের মুখপাত্র মেরি-লইস হার্ভি তাদেরকে চিন্তিত না হবার পরামর্শ দিয়েছেন। তিনি তাদেরকে ঘরে বসেই অনলাইনে যোগাযোগের মাধ্যমে নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে যথাসময়ে ২য় ডোজ টিকা গ্রহণ করা যাবে বলে আস্বস্ত করেছেন। এছাড়া এ বিষয়ে জানার জন্য ১-৮৭৭-৬৪৪-৪৫৪৫ নাম্বারে কল করতে অনুরোধ করেছেন।

শাহির শিবজি গত ২ সপ্তাহ আগে টরন্টো থেকে মন্ট্রিলে গেছেন। যাওয়ার কিছু দিন আগে তিনি টিকার ১ম ডোজ নিয়েছিলেন। টিকা কেন্দ্রে থেকে তাকে ই-মেইলে ভ্যাকসিন কার্ড পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই ২য় ডোজ নিতে আসার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। তিনি বলেন, আমার জরুরি প্রয়োজনে আমি মন্ট্রিল এসেছি। কিন্তু এখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আমি খুব শিগগিরই টরন্টোতে ফিরতে পারব কিনা জানি না। আমার মনে হয় আমার মতো এমন অনেকে আছেন যারা বিভিন্ন জরুরি প্রয়োজনে একস্থান থেকে অন্য স্থানে গিয়ে আটকা পড়েছেন। এদের জন্য একটা ব্যবস্থা অবশ্যই করা উচিত। এদের চিন্তিত না হবার পরামর্শ দিয়ে মেরি-লুইস হার্ভি বলেন, ১ম ডোজ গ্রহণকারিদের সব তথ্যই টিকা কেন্দ্রে রাখা আছে। তারা তাদের হেলথ ইনসুরেন্স নাম্বার দিয়ে অন-লাইনে যোগাযোগের মাধ্যমে যে কোন স্থান থেকে ২য় ডোজ গ্রহণ করতে পারবে। এ বিষয়ে স্বাস্থ্যকর্মীরা সব ধরণের সহায়তা করবে। তাদের সেভাবেই নির্দেশনা দেয়া আছে। তিনি বলেন, কুইবেকে যাদের বয়স ১৮ থেকে বেশি এবং যাদের কোন দীর্ঘস্থায়ী রোগবালাই নেই তারাই আগামী ২৪ জুনের মধ্যে টিকার ১ম ডোজ নিতে পারবেন। তার পর চার মাসের মধ্যে তাকে ২য় ডোজ নিতে হবে।

এদিকে অন্টারিও স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডেভিট জনসন এক ই-মেইল বার্তায় বলেছেন, ১ম ডোজ নেয়ার পর যাদের অন্যস্থানে যাওয়া প্রয়োজন তারা আগে থেকেই বিষয়টি টিকা কেন্দ্রে জানিয়ে রাখলে ২য় ডোজ নিতে কোন সমস্যা হবে না। এছাড়া তিনি অন্টারিওতে নতুন আসা বাসিন্দাদের সার্ভিস অন্টারিওর সাথে ই-মেইলে যোগাযোগের মাধ্যমে হেলথ কার্ড নেয়ার পরামর্শ দিয়েছেন। টিকার ১ম কিংবা ২য় যে কোন ডোজ গ্রহণের জন্য এখানে হেলথ কার্ড গ্রহণ জরুরি। অন্টারিওতে সরকার কতৃক সরবরাহ করা ছবিসহ আইডি কার্ড এবং নাগরিকত্বের প্রমাণপত্র থাকলেই যে কোন টিকা কেন্দ্রে থেকে ২৪ জুনের মধ্যে ১ম ডোজ নেয়া যাবে। এরপর ৪ মাসের মধ্যে তাকে ২য় ডোজ টিকা নিতে হবে। কানাডার প্রতিটি প্রভিন্সে নিজস্ব নিয়মকানুন মেনে টিকা দেয়া হচ্ছে। ব্রিটিশ কলাম্বিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারিলি টুনসি বলেন, তার প্রভিন্সের কেউ যদি অন্য প্রভিন্স থেকে ১ম ডোজ টিকা নিয়ে আসে তবে তার ২য় ডোজ পেতে কোন সমস্যা হবে না।

এডমন্টনের জুডি ওয়াসার ম্যান ও তার বন্ধু আগামী কয়েকদিনের মধ্যেই টরন্টোতে তাদের ১ম ডোজ টিকা গ্রহণ করবেন। তারা এখানে গত ২ বছর যাবত বসবাস করছেন। কিন্তু সেপ্টেম্বরে ২য় ডোজ নেয়ার আগে তারা ব্রিটিশ কলাম্বিয়ায় চলে যাওয়ার পরিকল্পনা করছেন। তারা আশা করছেন সেখানে হেলথ কার্ড পাওয়া ও টিকার ২য় ডোজ নিতে তারা কোন সমস্যায় পড়বে না।

মেনিটোবায় নতুন আসা নাগরিকদের টিকার ২য় ডোজ নিতে হেলথ কার্ড বাধ্যতামূলক নয়। সেখানকার স্বাস্থ্য বিভাগ বলেছে সময়মত হেলথ কার্ড না পেলেও ১ম ডোজ নেয়ার প্রমাণপত্র দেখিয়েই এখানে টিকার ২য় ডোজ নেয়া যাবে। স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ব্রেইয়ান সিমলি বলেন, নতুন নাগরিকদের হেলথ কার্ড নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে তবে টিকার জন্য তা বাধ্যতামূলক নয়। সঠিকভাবে ১ম ডোজ নেয়া থাকলে এখানে সময়মত পরবর্তী ডোজ নিতে কোন সমস্যা হবে না। অন্যদিকে ১ম ডোজ টিকা নিয়ে আলবার্টায় আসা নতুন নাগরিকদের হেলথ লিংক ৮১১ এ যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে। আলবার্টা হেলথের মুখপাত্র টম ম্যাকমিলান বলেছেন, ১ম ডোজ টিকা নিয়ে অন্য যে কোন প্রভিন্স থেকে আসা যে কেউ এখানে ২য় ডোজ নেয়ার জন্য যোগাযোগ করতে পারে। এর জন্য হেলথ কার্ড আবশ্যক নয়। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version