Home কানাডা খবর কানাডা মহিলা হকির দুই স্বপ্ন সারথী: আলী ডোমেনিকো ও কোরি চেভেরি

কানাডা মহিলা হকির দুই স্বপ্ন সারথী: আলী ডোমেনিকো ও কোরি চেভেরি

অনলাইন ডেস্ক : বেইজিংয়ে আসন্ন শীতকালীন অলিম্পিকে ৪ থেকে ২০ ফেব্রুয়ারি কানাডা মহিলা হকি দলের সাফল্যের জন্য খেলোয়াড় ও কর্মকর্তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তবে অলিম্পিক হকির স্বপ্ন বাস্তবায়নে বেঞ্চের পেছন থেকে যে দু’জন দলকে অনুপ্রাণিত করে যাচ্ছেন, তারা হলেন-আলী ডোমেনিকো ও কোরি চেভেরি। এই দু’জনকে বলা যায় কানাডা মহিলা হকি দলের স্বপ্ন সারথী।

গত সপ্তাহে যখন মহিলা হকি দলের রোস্টার ঘোষণা করা হয়েছিল, তখন সহকারি, কোচ আলী ডোমেনিকো করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে ছিলেন। ফলে সে সময় দলের সদস্যদের সাথে তার দেখা করার সুযোগ ছিল না। তিনি বলেন, চূড়ান্ত দল ঘোষণার আগে আমার এমন অবস্থায় থাকাটা ছিল সত্যি হতাশার। আমি একটি ‘দমবন্ধ করা অবস্থার’ মধ্যে ছিলাম। তিনি আরো বলেন, খেলোয়াড়দের জীবনে তাদের কোচের প্রভাব সত্যিই গুরুত্বপূর্ণ। তবে শেষ পর্যন্ত আমরা অলিম্পিকে যাচ্ছি- এটা খুব দ্রুত আমাদের স্বপ্ন পুরন হবার মতো একটি বিষয়। আলী ডোমেনিকো ও অপর সহকারি কোরি চেভেরি উভয়ের বয়সই এখন ৩৪। ৫ বছর আগে তারা ক্যালগরিতে একসাথে অনূর্ধ্ব- ১৮ দলের কোচের দায়িত্বে ছিলেন। বেইজিং অলিম্পিকে তারা মূল জাতীয় দলের পক্ষে প্রথম দায়িত্ব পালন করতে যাচ্ছেন। টিম কানাডার প্রধান কোচ ট্রয় রায়ানের অধীনে ডোমেনিকো ডিফেন্স ও পাওয়ার প্লে এবং চেভেরি ফরোয়ার্ড ও পেনাল্টি স্কিলের বিষয়গুলো তত্ত¡াবধান করছেন। তারা দু’জনেই কানাডার বয়স ভিত্তিক দল ছাড়াও কয়েকটি কলেজ টিমে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ডমেনিকো জাতীয় দলে আসার আগে সিরাকিউজ ভার্সিটির মহিলা দলের বেঞ্চ থেকে প্রভিন্সিয়াল কলেজের সহযোগী কোচের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে চেভেরি ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত নিউইয়র্কের সেন্ট লরেন্সে কলেজ দলে হকি খেলেছেন। তারা দু’জনেই বলেন, আমাদের রক্তে হকি মিশে আছে। আমরা বেইজিংয়ে সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছি। কানাডাবাসীও এই দুই জনের হাত ধরে অলিম্পিক মহিলা হকিতে সর্বোচ্চ সাফল্য আশা করছে। সূত্র : সিবিসি

Exit mobile version