বিনোদন ডেস্ক : কয়েক দিনের তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের এই হামলায় এখন পর্যন্ত শিশুসহ ২৬ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন। ‘অপারেশন সিঁদুর’- নামে এ ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের শোবিজ অঙ্গন। দেশটির অভিনয়শিল্পীরা জানিয়েছেন, ভারতের এহেন কাজ ‘কাপুরুষতা’।
ইতোমধ্যে পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির, মাহিরা খান, আয়েজা খান, ফাওয়াদ খানসহ অনেক তারকাই সামাজিক মাধ্যমে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছেন।
অভিনেত্রী মাহিরা খান এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ভারত রীতিমতো কাপুরুষের পরিচয় দিয়েছে। সাধারণ মানুষগুলো প্রাণ হারাল। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন।’
অভিনেত্রী হানিয়া আমিরও এই হামলার ব্যাপারে একই কথাই লিখেছেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘আমার এখন কিছু বলার ভাষা নেই। একজন শিশু মারা গেছেন, তার পরিবারও ভুগছে। এর কারণ, তারা নিরুপায় ছিল। এমন অবস্থায় হামলা স্পষ্টত নিষ্ঠুরতা। আপনারা নিরপরাধ মানুষের ওপর হামলা করতে পারেন না। এটা কাপুরষতা, এটাকে শক্তি বলে না। এটা বরং লজ্জার।’
অভিনেতা ফাওয়াদ খানও এই লজ্জাজনক হামলায় শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘এই লজ্জাজনক হামলায় আহত ও নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা; আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি।’