Home Uncategorized কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী মারা গেছেন

কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী মারা গেছেন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এবং ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। বৃহস্পতিবার যুক্তরাজ্যে পলো খেলতে গিয়ে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

ইন্ডিয়া টুডে-এর খবরে বলা হয়, পলো ম্যাচ চলাকালীন ঘোড়ায় চড়ার সময় একটি মৌমাছি তাঁর মুখে ঢুকে পড়ে। এতে তৎক্ষণাৎ শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয়। মাঠেই চিকিৎসা শুরু করা হলেও তাঁকে বাঁচানো যায়নি।

সঞ্জয় কাপুর সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন এবং ব্যবসায়ী মহলে পরিচিত এক মুখ। পেশাগত জীবনের পাশাপাশি তিনি পলো খেলায় ছিলেন দারুণ আগ্রহী ও দক্ষ। অভিজাত সমাজে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে তাঁকে দেখা হতো।

সঞ্জয় প্রথমে বিয়ে করেন ফ্যাশন ডিজাইনার নন্দিতা মহতানিকে। এরপর ২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান—সামায়রা এবং কিয়ান। নানা বিতর্ক ও আদালত লড়াইয়ের পর এই দম্পতির বিচ্ছেদ হয় ২০১৬ সালে। পরে সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে, যিনি আমেরিকান হোটেল ব্যবসায়ী বিক্রম চাটওয়ালের প্রাক্তন স্ত্রী।

Exit mobile version