Home আন্তর্জাতিক কুপোকাত নেতানিয়াহু, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

কুপোকাত নেতানিয়াহু, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

অনলাইন ডেস্ক : অবশেষে রাজনীতির খেলায় কুপোকাত হলেন ইসরাইলের দোর্দ- প্রতাপশালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছেন ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তিনি দেশকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ঘোষণা করেছেন। অপ্রত্যাশিত এক জোট গঠন করে ডানপন্থি এই নেতা রোববার পার্লামেন্টে আস্থাভোটের মুখোমুখি হন। তাতে ৬০-৫৯ ভোটে তার জোট ক্ষমতা বুঝে পায়। এর মধ্য দিয়ে নেতানিয়াহু সরকারের ১২ বছরের ক্ষমতার ইতি ঘটেছে।

Exit mobile version