অনলাইন ডেস্ক : কোভিড-১৯ এর কারণে কানাডায় গত ১ বছরে করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান, বিমানের ফ্লাইট ও রেলের যাত্রা। এছাড়া বাতিল হয়েছে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতাসহ নানা আয়োজন। অনেকে এসব বাতিল হওয়া বিভিন্ন ইভেন্টের অগ্রিম টিকেট কেটে রেখেছিলেন, অনেকে আবার আগাম বুকিং দিয়ে রেখেছিলেন। তারা এখন এসব অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। নানান জটিলতায় অনেকে এক বছরেও তাদের দেয়া অগ্রিম অর্থ ফেরত পাননি

২০২০ সালে হুইস্টলার ব্ল্যাকম্বে স্কি করার জন্য ব্রিটিশ কলম্বিয়ার ডেভিড লি অনুমতি নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সব কিছু বন্ধ করে দেয়া হয়। এবছরও সেখানে স্কি করার অনুমতি মেলেনি। কিন্তু ইনসুরেন্স পলিসিসহ বিভিন্ন জটিলতার কথা বলে ডেভিডের অর্থও ফেরত দিচ্ছে না কতৃপক্ষ।

আবার অনেকে অভিযোগ করেছেন, তারা তাদের দেয়া অগ্রিম অর্থ ফেরত চেয়ে কতৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন সাড়া পাননি। অন্টারিওর একটি রিসোর্ট বুক করেছিলেন কার্ল মিলার। পারিবারিক অনুষ্ঠানের জন্য তা করেছিলেন তিনি কিন্তু অনুষ্ঠান শুরুর কয়েক দিন আগে সরকার ‘স্টে অ্যাট হোম’ আইন জারি করলে তা বাতিল করতে হয়। এখন অগ্রিম অর্থ ফেরত চেয়ে তাদের কাছে ই-মেইল পাঠালেও তিনি কোন জবাব পাননি। বিমান ও রেলের অগ্রিম টিকেটের ক্ষেত্রেও অনেকটা একই অবস্থা। অর্থ ফেরত চাইলে নানান অজুহাত দেখানো হয়। অনেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো সমন্বয় করা হবে বলে আশ্বাস দেন।
এমনিতে এসব ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে অর্থ ফেরত দেয়ার বিধান থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির জন্য এখন এক বছরেও জটিলতার অবসান হচ্ছে না। সূত্র : ন্যাশনাল পোস্ট