Home কানাডা খবর ক্যানবাংলা টিভির স্টুডিওর শুভ উদ্বোধন

ক্যানবাংলা টিভির স্টুডিওর শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক : ১০ এপ্রিল রবিবার কানাডা বাংলা টেলিভিশনের (canbangla.tv) স্টুডিওর শুভ উদ্বোধন হলো। টেলিভিশনের শুভ উদ্বোধন করেন কানাডা বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ডক্টর হুমায়ুন কবির। টরন্টোর জনপ্রিয় কণ্ঠশিল্পী ফারহানা শান্তা, আবৃত্তিশিল্পী ফ্লোরা সূচি ও মানবী মৃধার পরিবেশনায় পহেলা বৈশাখের বিশেষ অনুষ্ঠান ধারণের মাধ্যমে শুভ সূচনা হলো।

উপস্থিত শিল্পীবৃন্দের ও সবাইকে মিষ্টিমুখ করান জনাব মনির হোসেন। অনুষ্ঠানটি ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ ক্যানবাংলা টিভিতে প্রচারিত হবে।

কানাডা বাংলা টেলিভিশন দেখার জন্য আইপি টিভি বক্সে অথবা (www.canbangla.tv) ক্লিক করতে পারেন।

কানাডা বাংলা টেলিভিশনের (canbangla.tv) নিজস্ব স্টুডিওর ঠিকানা হচ্ছে-69 Lebovic Avenue, Unit D208, Toronto ON.

Exit mobile version