Home কানাডা খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার নব গঠিত কার্যকরী পর্ষদের শপথ অনুষ্ঠান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার নব গঠিত কার্যকরী পর্ষদের শপথ অনুষ্ঠান

আগামী ৩০শে মে, রবিবার, সকাল ১১টায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার নব গঠিত কার্যকরী পর্ষদের (২০২১-২০২৩) শপথ গ্রহণ অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে এই যে, এলামনাই এসোসিয়েশনের ইতিহাসে এই প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি প্রফেসর ড: শিরীণ আখতার মহোদয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্মানিত নেতৃবৃন্দ। অতিমারী করোনার নিরানন্দ পরিবেশকে আনন্দময় করে তুলতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সংগঠনের বিশিষ্ট শিল্পীবৃন্দ এবং বাংলাদেশ ও কোলকাতা থেকেও সংযুক্ত হবেন বিশিষ্ট সংগীত শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানটি সফল করার জন্য এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সকলের প্রতি উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ রইলো। আসুন সম্পন্ন করি সকলের বিপুল উপস্থিতিতে একটি সফল অনুষ্ঠান।

Exit mobile version