Home কানাডা খবর চাকুরী পেতে শুধু ফ্রেঞ্চ ভাষা লাগবে – ব্যবসা করতে প্রয়োজন হবে ফ্রেঞ্চ...

চাকুরী পেতে শুধু ফ্রেঞ্চ ভাষা লাগবে – ব্যবসা করতে প্রয়োজন হবে ফ্রেঞ্চ ভাষার প্রত্যয়নপত্র : ক্যুইবেক বিল ৯৬

অনলাইন ডেস্ক : ক্যুইবেক সরকারের প্রস্তাবিত নতুন ভাষা বিল ৯৬ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। করোনা পরবর্তী সময়ে যখন ব্যবসায় কিভাবে টিকে থাকবেন সেই দুর্ভাবনায় নানান অংক কষছেন ব্যবসায়ীরা ঠিক সেই সময়ে সরকারের প্রস্তাবিত নতুন ভাষা বিল ৯৬ নতুন আরেকটি চাপ সৃষ্টি করেছে।

গত ১৪ই মে কোয়ালিশন এভেনির ক্যুইবেক এর সরকার বিল ৯৬ এর যে প্রস্তাবনা পেশ করেছে এবং সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে ক্যুইবেকের একমাত্র ভাষা হবে ফ্রেঞ্চ এবং এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে শিক্ষা, অভিবাসন এবং আদালত ব্যবস্থার পাশাপাশি কর্মক্ষেত্রে। এছাড়া চাকুরী পেতে শুধু ফ্রেঞ্চ ভাষার দক্ষতা লাগবে। যদিও কিছু কোম্পানীর ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম হবে কিন্তু তাদেরকে ব্যাখ্যা করতে হবে কেন তাদের কর্মীদের ইংরেজিতে কথা বলা প্রয়োজন। উল্লেখ্য, বিল ৯৬ যদি আইনে পরিণত হয় তবে ব্যবসা প্রতিষ্ঠানকে তিন বছরের মধ্যে সরকারের নিয়ম অনুসরণের জন্য প্রস্তুত হতে হবে। তথ্যসূত্র: সিবিসি নিউজ।

Exit mobile version