চিটাগাং এসোসিযেশন অব কানাডা ইনক-এর বিশ্বজুড়ে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর ফটো ফিচার :
গত ১৮ ডিসেম্বর ২০২১ কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের দেশসমূহসহ বাংলাদেশে বসবাসকারী চট্টগ্রামবাসী ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন। যা ছিল বিন্দু থেকে বৃত্ত, চট্টগ্রামবাসীর মিলনমেলা । এখন থেকে আইপি ওয়ার্ল্ডের লিংকে ইউটিউবে চিটাগাং এসোসিযেশন অব কানাডা ইনক এর ভার্চুয়াল অনুষ্ঠানে সঙ্গে থাকুন । আনন্দের উত্সবে যোগ দিন। চিটাগাং এসোসিয়েশন কানাডা ইনক লিংক জেনে নিন।
গত ২৮ ডিসেম্বর, ২০২১ চিটাগং এসোসিয়েশন অফ কানাডা আয়োজিত বিজয় দিবস উদযাপনে বক্তা এবং শিল্পীরা :
মাননীয় হাইকমিশনার খলিলুর রহমান, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস (শুভেচ্ছা বার্তা), বিল বেøয়ার এমপি, নাথানিয়েল এরস্কিন-স্মিথ এমপি, ডলি বেগম এমপিপি, ব্যারিস্টার মনোয়ার হোসেন (ইংল্যান্ড), জসিম উদ্দিন চৌধুরী (বাংলাদেশ), মোশাররফ হোসেন, সৈয়দ শওকত মাহমুদ, মুনিরা সুলতানা মিলি, মঈন আহসান (বাংলাদেশ), ইফতেখার উদ্দিন ইফতু (অস্ট্রেলিয়া), ইকবাল হাসনু, নাসির উদ দুজা, গিয়াস উদ্দিন খান (বাংলাদেশ), সানজয় চাকি, শওগাত আলী সাগর, মোহাম্মদ মোস্তফা কামাল (কাতার), নাসির উদ্দিন চৌধুরী, মুক্তা পল, আসাদ চৌধুরী, পূর্ণ দাস বাউল (ভারত), তারেক তুর্জ (বাংলাদেশ), তপন চৌধুরী, শিবু চৌধুরী, মোহাম্মদ সোলায়মান, রবি চৌধুরী (বাংলাদেশ), জলি দাস (নিউ ইয়র্ক) এবং জাফর আহমেদ (কুয়েত)। সঞ্চালনা: সইব্ব সাচি চক্রবর্তী, কফিল উদ্দিন পারভেজ ও শাহাব সিদ্দিকী বুলবুল।