Home বিনোদন ছেলেকে প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক

ছেলেকে প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক : স্বামী, সন্তান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শেয়ার করেছেন সন্তানের নতুন নাম। কোয়েলের পড়নে সাদা জমিনের তসরে নানা রঙের ফেব্রিক শাড়ি, লাল ব্লাউজ। ছোট্ট কবীর উজ্জ্বল হাল্কা হলুদ পাঞ্জাবিতে। রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান স্টার কিড হওয়ার দৌলতে সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত মুখ। সেই দৌড়ে এই প্রথম কবীর। যদিও ভার্চুয়াল দুনিয়ায় পা রেখে মল্লিক-রানে পরিবারের উত্তরসূরী বুঝিয়ে দিয়েছে, নজর কাড়তে সেও জানে। জন্মানোর পরে একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝলক দেখেছিল সদ্যজাতের।

কোয়েল-নিসপালের ছেলে তার পরেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে উধাও। প্রয়োজনে অভিনেত্রী এবং তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছেন। কখনওই কবীরকে সামনে আনেননি। ফলে, কোয়েলের ছেলেকে নিয়ে কৌতূহল জমাট বেঁধেছিল অনুরাগীদের মনে।

Exit mobile version