Home কানাডা খবর জাঁকজমকপূর্ণভাবে কানাডার প্রথম বাংলাদেশী কন্সট্রাকশন ফার্ম কাস্টম হোম বিল্ডারের অফিসের উদ্বোধন

জাঁকজমকপূর্ণভাবে কানাডার প্রথম বাংলাদেশী কন্সট্রাকশন ফার্ম কাস্টম হোম বিল্ডারের অফিসের উদ্বোধন

গত ২৫ নভেম্বর বার্চমাউন্ট প্লাজায় অবস্থিত ৪৬৩ বার্চমাউন্ট, ইউনিট-৩৫ (চার্চমাউন্ড/ ড্যানফোর্থ)-এ জাঁকজমকপূর্ণভাবে কানাডার প্রথম কন্সট্রাকশন ফার্ম কাস্টম হোম বিল্ডার ইন্ডাস্ট্রির অফিসের শুভ উদ্বোধন হয়ে গেল।

আরো বৃহৎ পরিসরে মানসম্মত এই নতুন অফিসটি কাস্টমারদের দ্রæত এবং সর্বোত্তম সেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ। অফিস উদ্বোধনের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটিতে কমিউনিটির গণ্যমান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথওয়েস্টের এমপিপি ডলি বেগম, জনপ্রিয় এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু, ক্যান বাংলা টিভির সিইও মোহাম্মদ হুমায়ুন কবির, ব্যারিস্টার রিজওয়ান রহমান, ব্যারিস্টার ওমর জাহিদ আল হাসান, কানাডা রোটারীর প্রেসিডেন্ট মুজিবুর রহমান, কিচেন এন্ড বার্থ বিজনেসম্যান আবুল কালাম আজাদ, রাজনীতিবিদ এবং স্কারবোরো সাউথওয়েস্টের কনজারভেটিভ পার্টির প্রার্থী মহসিন ভুঁইয়া, ইমিগ্রেশন বিজনেসম্যান প্রদীপ রায়, বিশিষ্ট ব্যবসায়ী কালিদাস পাল, কমিউনিটির বিশিষ্ট নেতা সুশীতল চৌধুরী, কানাডা আওয়ামী লীগের নেতা আমিরুল ইসলাম এবং আরো অনেকে।

অনুষ্ঠানটি বেশ আনন্দঘন পরিবেশে এবং অতিথিবৃন্দকে সুস্বাদু খাদ্য পরিবেশনের মধ্যদিয়ে বিকেল ৫-৩০ থেকে ৯-৩০ পর্যন্ত চলে।

Exit mobile version