Home রাজনীতি জোটে নয়, ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন

জোটে নয়, ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক : জামায়াত জোটে নয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতে ইসলামীর আমির এনজিও ও টাকার বিনিময়ে কথিত জরিপের উদ্ধৃতি দিয়ে ইসলামী আন্দোলনের আমিরকে ইনসাল্ট করায়, জামায়াতে ইসলামী শরীয়া আইন থেকে পিছু হটায় এবং ক্ষমতায় গেলে প্রচলিত আইনের আলোকেই দেশ চালাবে ঘোষণা দেয়া ১১ দলীয় জোটে সম্পৃক্ত না হয়ে প্রেস ব্রিফিংয়ে সারা দেশে ২৬৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয় নিয়ে ইসলামী আন্দোলনের অবস্থান শীর্ষক প্রেস ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।

এ সময় জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন ২৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকিদের এখন ভোটের মাঠে থাকতে বলা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, পীর সাহেব চরমোনাই সকল ইসলামী দলের সমন্বয়ে ওয়ান বাক্স পলিসি ঘোষণা করেছিলেন। কিন্তু জামায়াত ক্ষমতায় যাওয়ার নেশায় ওয়ান বক্স পলিসি থেকে সরে প্রতারণা করেছে। ইসলামী আন্দোলন জাতির সাথে প্রতারণা করেনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১১ দলীয় জোট আসন বণ্টন ঘোষণা করেছে। শেষ পর্যায়ে এসে লক্ষ্য অর্জিত না হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় নির্বাচনে যাচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার ১১ দলীয় জেটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়। এতে বলা হয়, জামায়াত ১৭৯ আসনে প্রার্থী দেবে। এছাড়া এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, আমার বাংলাদেশ (এবি) পার্টি তিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাত, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দুই ও নেজামে ইসলাম পার্টি দুটি আসনে লড়বে। তখন অন্য তিন দলের আসন ঘোষণা করা হয়নি। এতে ছিল ইসলামী আন্দোলনসহ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।

Exit mobile version