Home কানাডা খবর টরন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী স্কুলছাত্রী নাদিয়া মজুমদারের মৃত্যু

টরন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী স্কুলছাত্রী নাদিয়া মজুমদারের মৃত্যু

অনলাইন ডেস্ক : গতকাল ১৯ শে অক্টোবর সকাল আনুমানিক ১১:৪৫ মিনিটে নাদিয়া মজুমদার নামে ১৭ বছরের এক বাংলাদেশী স্কুলছাত্রী টরন্টো শহরের স্কারবোরো এলাকার বার্চমাউন্ট রোড ও ডেনফোর্ট এভিনিউর ইন্টারসেকসনে গাড়ির ধাক্কায় মৃত্যু বরণ করে। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটের ১২ শ্রেণীর ছাত্রী হ্যামিল্টন শহরের অত্যন্ত পরিচিত মুখ আজিজুল মজুমদার সুমন ও হাজেরা বেগম সিপা এর বড় মেয়ে নাদিয়া মজুমদার স্কুল থেকে লাঞ্চ করার জন্যে রাস্তায় বের হলে ৪০ বছরের এক মহিলার চলন্ত গাড়ি (ডাচ কেরাভেন ভেন) তাকে ধাক্কা দেয়। পরে তাকে টরন্টোর সেন্ট-মাইকেল হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণ পরে ইন্তেকাল করেন।

কানাডায় জন্ম নেয়া নাদিয়া মজুমদার এর বাবার বাড়ি সিলেট শহরের রায়নগর আবাসিক এলাকায় ।
১৭ বছরের এই তরুণী নাদিয়া মজুমদার এর এই অকাল মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে এক শোকের ছায়া নেমে এসেছে।
তার জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার ২১শে অক্টোবর বাদ জোহর (২:০০ মিঃ) টরন্টোস্থ মসজিদ আল-আবেদীন, ইসলামিক রিসার্চ সেন্টার এ অনুষ্ঠিত হবে।
মসজিদ এর ঠিকানা:-
Islamic Research Center of Canada (IRCC), Masjid Al-Abedien.
1 Stamford Square North, Scarborough. On. M1L 1X4
জানাজা শেষে মরহুমার লাশ কানাডিয়ান বাংলাদেশী ফিউনারেল সার্বিসের সার্বিক তথ্যাবধান ও সহযোগিতায় Toronto Muslim Cemetery, Richmond Hill এ দাফন করা হবে।

এদিকে বাংলাদেশী তরুণীর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন টরেন্টস্হ কানাডিয়ান বাংলাদেশী ফিউনারেল সার্বিসের পরিচালক জনাব খছরুজ্জামান চৌধুরী দুলু, জনাব নিজাম এনায়েত হোসেন এনু, জনাব কুহিনুর তানভীর ও কামরুল হাসান সাহান প্রমুখ। শোক বার্তায় নেতৃবন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সবাইকে ধৈর্য ধারনের জন্য মহান মাবুদের কাছে তাওফিক কামনা করেন ।

Exit mobile version