Home কানাডা খবর টরন্টোর বাংলাপাড়ায় গুলিতে এক ব্যক্তি নিহত

টরন্টোর বাংলাপাড়ায় গুলিতে এক ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক : বাংলা পাড়া বলে খ্যাত ড্যানফোর্থ এলাকায় সন্ত্রাসীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।

২৫ অক্টোবর সকাল ৬টার দিকে ড্যানফোর্থ অ্যাভিনিউ এবং ভিক্টোরিয়া পার্ক অ্যাভিনিউ তথা বায়তুল আনাম এবং বায়তুল মোকাররমের মাঝখানে কাছে এল সি বি ও’র নিকটে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশের তদন্ত টিম জানিয়েছেন, তারা তিন সন্দেহভাজনকে আটক করেছে। ঘটনাস্থলে একটি ছুরি এবং একটি বুলেট কেসিংও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

সকাল থেকে এই এলাকায় প্রচুর পুলিশ বিরাজ করছে। কিছু দিন আগেও ত্রিসেন্ট টাউন এবং টিসডেল একালায় গোলাগুলি হয়েছিলো। ফলে এই এলাকায় আতংক বিরাজ করছে।

Exit mobile version