টরন্টো : টরন্টোর অ্যাডামস পার্কে কানাডায় বসবাসরত ফেনীবাসীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয় টরন্টোর অ্যাডামস পার্কে। ২৯ আগস্ট, রবিবার দিনব্যাপী জমজমাট এ মিলনমেলায় কানাডার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক ফেনীবাসী পরিবার পরিজনসহ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দলমত নির্বিশেষে একে অপরকে সহযোগিতা এবং বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য, চালু রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অ্যাডামস পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল থেকে অতিথিরা জড়ো হতে শুরু করেন। সকাল গড়িয়ে দুপুর হতেই কানাডাস্থ ফেনীবাসীদের পদচারনায় অনুষ্ঠানস্থল সরগরম হয়ে ওঠে।

মিলনমেলায় উপচে পড়ে আবেগ আর উচ্ছ্বাসের মাতাল ঢেউ। হরেক রকমের সুস্বাধু খাবারের আয়োজন ছিল মধ্যাহ্নভোজে। দুপুর গড়িয়ে বিকাল হলেও ফেনীবাসীদের মিলনমেলার পরিবেশ ছিল প্রাণবন্ত এবং নবীন-প্রবীণ আর তারুণ্যের উচ্ছ¡লতায় পরিপূর্ণ।


ফেনীবাসীদের এ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, কর্ণেল (অবঃ) দীনদার জাকির, আজিজ আহমেদ, খুরশেদ খান ও ইমাম উদ্দিন। উপস্থিত ছিলেন, চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদ, কর্নেল অবঃ মাহবুব, মেজর অবঃ বেলায়েত, শাহনাজ সিদ্দিকা, নূর মোহাম্মদ, আয়োজক কমিটির নাসির উদ্দিন, আশরাফ উদ্দিন, মেজাম্মেল হক, মামুন হাজারী প্রমুখ।

আলোচনায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, বাংলাদেশে আমরা বিভিন্ন দলমত এর সাথে জড়িত থাকলেও কানাডায় আমরা সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। সেজন্য নিজেদের সাথে তরুন প্রজন্মের সন্তানরাও যাতে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতিকে নিজেদের মধ্যে লালন করতে পারে সেব্যাপারে সচেষ্ট থাকা দরকার।

সকল প্রকার বিভেদ ভুলে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।
এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাফেল ড্র।
বিভিন্ন ক্যাটাগরীর প্রায় ৮টি আকর্ষণীয় পুরষ্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া মরোরম এই মিলনমেলায় অনেকে তাঁদের স্বজনদের অনেকদিন পর কাছে পেয়ে আনন্দ আর আড্ডায় মেতে উঠেন। সংবাদ বিজ্ঞপ্তি