বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম কানাডা / উত্তর আমেরিকায় বসবাসরত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে সহায়তাকারীদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা প্রামাণ্যকরণের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রামাণ্যকরণ প্রক্রিয়ায় প্রতি সপ্তাহে একজন মুক্তিযোদ্ধা / মুক্তিযুদ্ধে সহায়তাকারীর প্রায় দুই ঘন্টা যুদ্ধ-অভিজ্ঞতা ক্যামেরায় ধারণ করা হবে যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসামান্য দলিল হিসেবে কাজ করবে।
গত ১লা জুলাই, বৃহস্পতিবার টরন্টো ফিল্ম ফোরামের এক সভায় সংগঠনটির সভাপতি এনায়েত করিম বাবুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যে সব অকুতোভয় বীর সন্তানেরা জীবনবাজী রেখে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের অভিজ্ঞতাগুলো ধারণ ও সংরক্ষণ করা খুবই জরুরি। তাদের যুদ্ধ-অভিজ্ঞতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ধারণ করার সাথে সাথে পরবর্তী প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস বুঝতে ও উপলব্ধি করতে অনেকটা সহায়তা করবে। তিনি বলেন, টরন্টো ফিল্ম ফোরাম যেহেতু চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমীদের সংগঠন, অতএব এই সংগঠন এমন ধরনের কাজ করতে পারে যাতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস প্রামাণ্যকরণের মাধ্যমে উপস্থাপন করা যায়। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ছাড়াও প্রবাস থেকে অনেক দেশী ও বিদেশী বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন। টরন্টো ফিল্ম ফোরাম এমন সব বন্ধুদের সব সময় কৃতজ্ঞতা সহকারে সম্মানের সাথে স্মরণ করে।
এনায়েত করিম বাবুল আরো জানান, শ্যুটিংকৃত যুদ্ধ-অভিজ্ঞতা সম্পাদনা করে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে সহায়তাকারীদের সম্মান জানিয়ে উপহার দেয়া হবে। সেই সাথে সকল মুক্তিযোদ্ধার এবং মুক্তিযুদ্ধে সহায়তাকারীর যুদ্ধ-অভিজ্ঞতার প্রামাণ্য দলিল বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর এ হস্তান্তর করা হবে।
যুদ্ধ-অভিজ্ঞতা প্রামাণ্যকরণের শ্যুটিং মূলত ৩০০০ ড্যানফোর্থস্থ টরন্টো ফিল্ম ফোরামের কার্যালয়ে করা হবে এবং প্রয়োজনে প্রাসঙ্গিক অন্যান্য জায়গায়ও শ্যুটিং করা হবে। যুদ্ধ-অভিজ্ঞতা প্রামাণ্যকরণের কর্মসূচীকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য সভায় সর্ব সম্মতিকরণে এনায়েত করিম বাবুলকে সভাপতি এবং আরিফ হোসেন বনীকে সমন্বয়কারী মনোনীত করা হয়।
যুদ্ধ-অভিজ্ঞতা প্রামাণ্যকরণে আগ্রহী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে সহায়তাকারীদের আরিফ হোসেন বনীর (মোবাইল : ৬৪৭-৮৭৭-৯৪৬১) সাথে যোগাযোগ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে।