অনলাইন ডেস্ক : টরন্টোর বার্চমাউন্ট স্ট্রেডিয়ামে আয়োজিত টরন্টো বনাম মন্ট্রিয়াল প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যারিস্টার কামরুল হাফিজ, শেখ ফারুক হোসাইন, রুমি রিজভী করিম ও আসাব উদ্দিন খান।

আয়োজনে ছিলেন শেখ হাসিব হোসাইন। মিডিয়া পার্টনার : বাংলা কাগজ, ভোরের আলো ও নবদ্বীপ টিভি। স্পন্সর : শেখ হাসিব হোসাইন, ব্যারিস্টার কামরুল হাফিজ, আসাব উদ্দিন খান ও ওমর হাসান আল জাহিদ। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন- রিয়ান (টরন্টো- বিজয়ী দল), আরাফাত (মন্ট্রিয়ল- বিজীত দল)।

বিশেষ পুরস্কার প্রদান : গেম বল – রিয়ান সেরা গোরদাতা। গেম বল : কিপর কার্জন (মন্ট্রিয়ল) এবং আকিবুল (টরন্টো)।